আমার ছোট মেয়ে রানীর জন্মদিন

প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, জুন ৫, ২০২৫

আমার ছোট মেয়ে রানীর জন্মদিন

Manual6 Ad Code

তাহেরা বেগম জলি |

আমার ছোট মেয়ে রানীর আজ জন্মদিন। ওকে নিয়ে সব অদ্ভুত অদ্ভুত গল্প আছে। আমার প্রথম কারাযাপনের গল্প শুনে,ও আমার কাছে জানতে চাইলো,আম্মু আমি কি তখন জন্মেছি? আমি না বলার পর রানী হঠাৎ খুশি হয়ে গেলো। আমি খুশির কারণ জানতে চাওয়াতে সে আমার কোল ঘেষে বসে বললো, “আম্মু বলো,তাহলে তো আমিও তোমার সঙ্গে জেলে ছিলাম।” আমি বল্লাম কীভাবে ! সঙ্গে সঙ্গে উত্তর,কেন,তখন তো আমি তোমার পেটের ভিতরেই ছিলাম। তাহলে তোমার সঙ্গে আমি তো জেলে ছিলাম।” এরকম আরও সব কথা ওকে নিয়ে আছে। যা লিখলে সরকারি রোষানলে পড়া একজন মায়ের সন্তানের মনের অভিব্যক্তি সহজেই বুঝতে পারা সম্ভব। আমার সেই ছোট্ট সন্তান আজ নিজের কাঁধে অসীম শক্তি ধারণ করে দিন রাত্রি এক করে ছুটে বেড়াচ্ছে। ওকে বেশি কিছু বলার নেই। শুধু এইটুকু চাওয়া,আমার মেয়েটা যেন দিনশেষে একটু ঘুমানোর সুযোগ পায়। বাকি পথ আলোকিত করবার ক্ষমতা ও যথেষ্ট অর্জন করেছে।

Manual7 Ad Code

#

তাহেরা বেগম জলি 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual5 Ad Code