নড়াইলে সেনা অভিযানে উন্নত মানের স্নাইপার রাইফেল উদ্ধার, সোহান মোল্যা আগেই পালিয়ে গেছে

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জুন ৯, ২০২৫

নড়াইলে সেনা অভিযানে উন্নত মানের স্নাইপার রাইফেল উদ্ধার, সোহান মোল্যা আগেই পালিয়ে গেছে

নিজস্ব প্রতিবেদক | নড়াইল, ০৯ জুন ২০২৫ : নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে অভিযান চালিয়ে সোহান মোল্যা (২৬) নামে এক যুবকের বাড়ি থেকে উন্নত মানের স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী। রোববার গভীর রাতে চালানো এ অভিযানে রাইফেলটি উদ্ধার করা হয়। এ সময় সোহান বাসায় ছিলেন না।সেনাবাহিনী জানায়, টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সার যুক্ত ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেলটি দিয়ে অবৈধভাবে ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের হুমকির মুখে ফেলছিল অভিযুক্ত সোহান মোল্যা।

গোয়েন্দা তৎপরতা এবং পর্যবেক্ষণের ভিত্তিতে নড়াইল ও কালিয়ার সেনাক্যাম্প যৌথভাবে রোববার রাত সাড়ে ১১টা থেকে ভোররাত ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। এসময় সোহান মোল্যার বাড়িতে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে স্নাইপার রাইফেলটি উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত সোহান মোল্যা অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে গেছে।
পরে রাইফেলটি কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ