এআই ও মানবসম্পদ ব্যবস্থাপনা: ব্যবসায়িক উদ্ভাবনের নতুন দিগন্ত

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৫

এআই ও মানবসম্পদ ব্যবস্থাপনা: ব্যবসায়িক উদ্ভাবনের নতুন দিগন্ত

Manual8 Ad Code
জাতীয় মানবসম্পদ সম্মেলন–২০২৫ উপলক্ষে এফবিএইচআরও’র প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে শনিবার

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০৮ অক্টোবর ২০২৫ : আগামী ১১ অক্টোবর শনিবার রাজধানীর টপখানা রোডের ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সাগর-রুনি অডিটরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন্স (এফবিএইচআরও)-এর এক সংবাদ সম্মেলন।

Manual1 Ad Code

এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজনের বিস্তারিত জানানো হবে আসন্ন ৭ম জাতীয় এইচআর কনভেনশন ২০২৫–এর, যা দেশের মানবসম্পদ পেশাজীবীদের অন্যতম বৃহৎ সমাবেশ হিসেবে পরিচিত।

Manual8 Ad Code

এই বছরের কনভেনশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—
“AI & Human Capital: Driving Business Agility & Innovation.” (“কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানবসম্পদ: ব্যবসায়িক গতিশীলতা ও উদ্ভাবনের চালিকাশক্তি”)।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক ও দেশীয় এইচআর অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ—

জনি সি. টেইলর জুনিয়র, প্রেসিডেন্ট ও সিইও, SHRM (Society for Human Resource Management, USA)

ড. মো. মুশাররফ হোসেন, প্রেসিডেন্ট, এফবিএইচআরও

ড. এড হ্যানসেন, প্রেসিডেন্ট ও সিইও, ELS-USA

ড. ফারিদ এ. সোহবানি, ভাইস প্রেসিডেন্ট, এফবিএইচআরও ও ভাইস চ্যান্সেলর, ইস্টার্ন ইউনিভার্সিটি

প্রফেসর মইনুদ্দিন চৌধুরী, সেক্রেটারি জেনারেল, এফবিএইচআরও ও প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও সিইও, SLSD

মি. কামরুজ্জামান সবুজ, কনভেনশন চেয়ার ও সিইও, মাইজবস

Manual1 Ad Code

খাদিজা রহমান তঞ্চি, কনভেনশন সেক্রেটারি ও সহযোগী অধ্যাপক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

সংবাদ সম্মেলনটি সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এফবিএইচআরও সূত্রে জানা গেছে, এবারের জাতীয় এইচআর কনভেনশন মানবসম্পদ উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ভূমিকা, কর্মক্ষেত্রে পরিবর্তন, ব্যবসায়িক উদ্ভাবন ও টেকসই প্রবৃদ্ধি নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে এই আয়োজন বাংলাদেশের মানবসম্পদ খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ