লালন তিরোধান দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৫

লালন তিরোধান দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Manual5 Ad Code

মেহেদী হাসান রাসেল, বিশেষ প্রতিনিধি | লক্ষ্মীপুর, ১৭ অক্টোবর ২০২৫ : ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’— এমন মানবতাবাদী জীবনদর্শন ধারণ করা বাউল সম্রাট ফকির লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিকেলে জেলা টাউন হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা, কালেক্টরেটের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual2 Ad Code

সভায় বক্তারা বলেন, লালন সাই ছিলেন মানবতার কবি, যিনি জাত, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের ভেদাভেদ ভুলে মানুষে মানুষে মিলনের বার্তা দিয়েছেন। তাঁর গান ও দর্শনে রয়েছে সাম্যের চেতনা, মানবধর্ম এবং মুক্তচিন্তার আহ্বান। বক্তারা লালনের জীবনদর্শন ও ভাবধারাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, “লালন শাহ আমাদের আত্মচেতনার প্রতীক। তাঁর গান ও দর্শন আমাদের সামাজিক সম্প্রীতি, মানবিকতা ও সহমর্মিতার শিক্ষায় অনুপ্রাণিত করে। তরুণ সমাজের উচিত লালনের জীবনাদর্শ ও সংগীতচেতনা থেকে প্রেরণা নেওয়া।”

Manual6 Ad Code

আলোচনা পর্ব শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিবেশিত হয় লালনগীতি, বাউল সংগীত, নৃত্য ও আবৃত্তি। শিল্পীদের গানে-গানে ভেসে ওঠে মানবতার বার্তা—‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’।

সন্ধ্যার মনোমুগ্ধকর আয়োজন উপভোগ করেন উপস্থিত সুধীজন, শিক্ষক-শিক্ষার্থী ও দর্শকশ্রোতারা।
লালনের মৃত্যুবার্ষিকীতে এ আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে আবারও প্রতিধ্বনিত হলো মানবতার বাণী—“মনুষ্যের মাঝে মানুষ খোঁজ, তাহারই মাঝে সত্যের সন্ধান।”

 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ