লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার হুমকি, এর প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার হুমকি, এর প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ

Manual2 Ad Code

মেহেদী হাসান রাসেল, বিশেষ প্রতিনিধি | লক্ষ্মীপুর, ১২ নভেম্বর ২০২৫ : লক্ষ্মীপুরে ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার আব্বাছ হোসেনকে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে সাংবাদিক সমাজ ও বিভিন্ন সংগঠন বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বুধবার (১২ নভেম্বর ২০২৫) সকালে জেলা প্রেসক্লাবের সামনে লক্ষ্মীপুর প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব, চন্দ্রগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ প্রেসক্লাবের জেলা শাখা, সাংবাদিক নির্যাতন সেল, প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন, ব্লাড ডোনেটিং অর্গানাইজেশনস অ্যাসোসিয়েশন ও সিসিএসসহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।

লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে ও জহিরুল ইসলাম শিবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সিনিয়র সাংবাদিক মহিউদ্দিন ভূঁইয়া মুরাদ, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. রফিকুল ইসলাম, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি বেলাল উদ্দিন সাগরসহ আরও অনেকে।

Manual6 Ad Code

বক্তারা বলেন, দুর্নীতি, সন্ত্রাস ও মাদকবিরোধী প্রতিবেদন প্রকাশের কারণেই সাংবাদিক আব্বাছ হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারা বলেন, হুমকি-ধমকি দিয়ে সাংবাদিকদের কলম বন্ধ করা যাবে না; কোনো ভয়-ভীতি সাংবাদিক সমাজকে থামাতে পারবে না।

সাংবাদিক নেতারা ২৪ ঘণ্টার মধ্যে হুমকিদাতাদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, সময়মতো ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Manual1 Ad Code

এ বিষয়ে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রযুক্তির সহায়তায় হুমকিদাতাদের শনাক্তের কাজ চলছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বদা পাশে আছে।”

উল্লেখ্য, গত ১০ নভেম্বর সন্ধ্যায় সাংবাদিক আব্বাছ হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক নম্বর থেকে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। পরে তিনি নিজে বাদী হয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ