শ্রীমঙ্গলে এস এ পরিবহন থেকে ১১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, একজন আটক

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

শ্রীমঙ্গলে এস এ পরিবহন থেকে ১১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, একজন আটক

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১২ নভেম্বর ২০২৫ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এস এ পরিবহনের স্থানীয় শাখা থেকে অবৈধভাবে আমদানি করা ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ।

Manual2 Ad Code

মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আনুমানিক ১১ লাখ টাকার পণ্য জব্দ করা হয়। এ সময় একজনকে আটক করা হয়েছে।

Manual3 Ad Code

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভারতীয় কসমেটিকস, মশলা, বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, খাদ্যপণ্যসহ নানা ভোগ্যপণ্য উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পণ্যগুলো কোনো বৈধ আমদানি নথি ছাড়াই এস এ পরিবহনের শ্রীমঙ্গল শাখায় পাঠানো হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, এসব পণ্য ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে দেশে এনে বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো।

Manual8 Ad Code

ওসি মো. আমিনুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

থানা সূত্রে জানা গেছে, উদ্ধার করা পণ্যের বাজারমূল্য আনুমানিক ১১ লাখ টাকা।

 

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ