সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৫
বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ৩০ নভেম্বর ২০২৫ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানে বসবাসরত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের অংশগ্রহণে সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘নয়া কুঁড়ি সম্প্রীতির উৎসব’, যা এক বিশেষ সামাজিক উদ্যোগ হিসেবে ধ্রুবমান শান্তি ও ভ্রাতৃত্ববোধকে উৎসাহিত করেছে।
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদশে গড়ি।”-এই শ্লোগানকে সামনে রেখে রোববার (৩০ নভেম্বর ২০২৫) দিনব্যাপী কালাপুর ইউনিয়নের মাজদিহি চা-বাগানের নাটমন্দির প্রাঙ্গণে উৎসবটি আয়োজন করা হয়।
উৎসবটি শিক্ষার্থী তরুণদের সামাজিক উদ্যোগ প্রকল্পের আওতায় দি হাঙ্গার প্রজক্টে বাংলাদেশ-এর ইয়ুথ পিস অ্যাম্বাসডের গ্রুপ (ওয়াইপিএজি) শ্রীমঙ্গলের উদ্যোগে পরিচালিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন চন্দ্রিমা গোস্বামী ও মোছাম্মৎ মরয়িম জাহান।
উৎসবের উদ্বোধনী বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় পিস অ্যাম্বাসডের নেটওর্য়াক (প্যান)-এর সহসমন্বয়ক ও শ্রীমঙ্গল কো-অর্ডিনেটর সৈয়দ ছায়েদ আহমেদ, দি হাঙ্গার প্রজক্টে বাংলাদেশ-এর সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা এবং ওয়াইপিএজি-এর কো-অর্ডিনেটর চৌধুরী সিরাজাম মনিরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএফজি শ্রীমঙ্গলের শিক্ষিকা নাফিসা তাবাসসুম ফারিয়া, সদস্য সাংবাদিক রুবেল আহমেদ, সিলেট বিভাগীয় ফিল্ড কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী, স্থানীয় এনজিও সংগঠন এমসিডা’র সভাপতি ও সাংবাদিক মিজানুর রহমান আলম, ওয়াইপিএজি সদস্য ও শ্রীমঙ্গল সরকারি কলেজের গণিত (সম্মান) ৩য় বর্ষের শিক্ষার্থী সৈয়দ আরমান জামী, ওয়াইপিএজি শ্রীমঙ্গলের সদস্য নাঈম-উর-রহমান ও রাজন প্রমুখ।

উৎসবে চা-বাগানের বিভিন্ন জাতিসত্তার জনগোষ্ঠীর অংশগ্রহণে নাচ, গান, ঐতিহ্যবাহী পরিধান ও মিলন মেলার আয়োজন করা হয়। বিশেষভাবে চা শ্রমিকদের সাতটি সম্প্রদায়ের নৃত্য পরিবেশনায় উৎসবটি রঙিন ও প্রাণবন্ত হয়ে ওঠে। এই নৃত্যশৈলীর মধ্যে সাওরা সম্প্রদায়ের সম্বলপুরী নাচ, মুন্ডা সম্প্রদায়ের নাগপুরী নাচ এবং পাহাড়ি সম্প্রদায়ের আসামি নাচ দর্শকপ্রিয় হয়ে ওঠে।
উৎসবের শেষ পর্যায়ে অতিথিরা অংশগ্রহণকারী নৃত্যশিল্পীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন, যা উৎসবে উপস্থিত সবাইকে আনন্দ ও উচ্ছ্বাসে ভরিয়ে তোলে। অনুষ্ঠানের মাধ্যমে শ্রীমঙ্গলের চা-বাগান অঞ্চলের মানুষদের মধ্যে শান্তি, সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধকে দৃঢ় করার উদ্দেশ্য সফলভাবে পূর্ণ হয়েছে।
এই আয়োজনটি সামাজিক সংহতি ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে এবং স্থানীয় সম্প্রদায়গুলোকে শান্তিপূর্ণ সহাবস্থানের পথ দেখিয়েছে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি