বাংলা একাডেমির ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০

বাংলা একাডেমির ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল

ঢাকা, ০২ ডিসেম্বর ২০২০: বাংলা একাডেমির ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচিতে রয়েছে, সকাল সাড়ে ৯ টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বাংলা একাডেমির পতাকা উত্তোলন, ১০ টায় কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা আন্দোলনের অমর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং সাড়ে ১০ টায় বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা ড. মুহম্মদ শহীদুল্লাহ’র সমাধিতে শ্রদ্ধা নিবেদন।
পরে বেলা ১১ টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘সবার আগে সংস্কৃতি সবার সঙ্গে সংস্কৃতি’ শীর্ষক বাংলা একাডেমি প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতা-২০২০ করবেন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ।
এতে স্বাগত বক্তৃতা করবেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান।

বাংলা একাডেমি ১৯৫৫ খ্রিষ্টাব্দের ৩ ডিসেম্বর ঢাকায় প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে এই একাডেমি প্রতিষ্ঠা করা হয়। রাষ্ট্রভাষা আন্দোলন-পরবর্তী কালের প্রেক্ষাপটে বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি ওঠে। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন “বর্ধমান হাউজ”-এ এই একাডেমির সদর দপ্তর স্থাপিত হয়। একাডেমির “বর্ধমান হাউজে” একটি “ভাষা আন্দোলন জাদুঘর” আছে।

এ সংক্রান্ত আরও সংবাদ