সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেলেন ড. জাফর উদ্দীন

প্রকাশিত: ৪:২৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২১

সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেলেন ড. জাফর উদ্দীন

ঢাকা, ০৬ এপ্রিল ২০২১ : সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীনকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। সিনিয়র সচিব করার পর তাকে একই মন্ত্রণালয়ে পদায়নও করা হয়েছে।
২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জাফর উদ্দীনকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়। এর আগে তিনি ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে একই বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সচিব হিসেবে কর্মরত ছিলেন। এ পদে যোগ দেয়ার আগে তিনি অর্থ বিভাগে অতিরিক্ত সচিব (বাজেট ও সামষ্টিক অর্থনীতি) ছিলেন।
বর্তমানে সিনিয়র সচিবের সংখ্যা ১৪।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ