বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লা এমপি আর নেই : ওয়ার্কার্স পার্টি ও অারপি নিউজের শোক প্রকাশ

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, মে ৬, ২০২০

ঢাকা, ০৬ মে ২০২০: ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহী…রাজিঊন)।

এমপি হাবিবুর রহমান মোল্লা

আজ বুধবার সকাল ৯ টা ৫০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউ’তে চিকিৎসারত অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মরহুমের বড় ছেলে মশিউর রহমান মোল্লা মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
হাবিবুর রহমান মোল্লাকে গত ২৭ এপ্রিল বার্ধক্যজনিত কারণে স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তবে বিকেল থেকে তার শারীরিক অবস্থার অবণতি হলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। শারিরীক অবস্থার উন্নতি না হওয়ায় বুধবার সকালের দিকে তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাবিবুর রহমান মোল্লা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ঢাকা-৫ আসন থেকে একাধিকবার নির্বাচিত হন। তিনি ১৯৪২ সালের ২৭ জানুয়ারি ঢাকার যাত্রাবাড়ী থানার মাতুয়াইল কোনাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।
সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের প্রধান সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।
সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক তাপস কুমার ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক মো. রোহেল অাহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ