মৌলভীবাজার বিএমএ’র ৪৬ দিনে টেলি চিকিৎসা সেবা প্রতিবেদন ২০২০

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২০

মৌলভীবাজার বিএমএ’র ৪৬ দিনে টেলি চিকিৎসা সেবা প্রতিবেদন ২০২০

মৌলভীবাজার, ২৫ মে ২০২০: মৌলভীবাজার বিএমএ’র ২৩ মে ২০২০ তারিখের টেলি চিকিৎসা সেবা প্রতিবেদনঃ ঘরে থাকুন নিরাপদ থাকুন টেলিফোনে মৌলভীবাজার বিএমএর চিকিৎসা সেবা নিন!

গত ৭ এপ্রিল এই টেলি-চিকিৎসা সেবা চালু করার পর থেকে আমাদের টীমের ২২ জন চিকিৎসক প্রতিদিনই ফোনে চিকিৎসা-সেবা দিয়ে যাচ্ছিলেন রোগীদেরকে। প্রয়োজনে রোগীর নাম্বারে এসএমএস করে ঔষধের নাম এবং ডোজও লিখে দেয়া হচ্ছে। রোগীর রিপোর্ট বা প্রেসক্রিপশন দেখার প্রয়োজন হলে WhatsApp / imo তে সেগুলো দেখে তারপর চিকিৎসা দেয়া হচ্ছে। মাঝখানে ক’দিন আমাদের টীমের একজন চিকিৎসক কিরোনায় আক্রান্ত হওয়ায় আমরা তাকে কিছুদিনের জন্য বিশ্রামে রাখি। আনন্দের সাথে জানাচ্ছি, ২৩ মে পাওয়া রিপোর্টে ওই চিকিৎসক সহ মৌলভীবাজারের আরো ৩ জন চিকিৎসক করোনা-মুক্ত হয়েছেন। এবং আমাদের টীমের ওই চিকিৎসক Dr.Jonaed Hossain সুস্থ্য হয়েই আবারো আমাদের টেলি-চিকিৎসা টীমে যোগ দিয়েছেন। অভিনন্দন তাকে, মৌলভীবাজার বিএমএ’র পক্ষ থেকে!

★৮ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত ৪৬ দিনে মৌলভীবাজার বিএমএ’র টেলি-চিকিৎসা  টীমের সদস্যরা মোট #৪৮৫৪ জন রোগীকে টেলি-চিকিৎসা সেবা প্রদান করেছেন; ২৩ মে তারিখে চিকিৎসা দিয়েছেন ১১৫ জন রোগীকে।
——————————————————–
★বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক সহ সিনিয়র জেনারেল প্র‍্যাকটিশনারদের সমন্বয়ে গঠিত মৌলভীবাজার বিএমএ’র টেলি-চিকিৎসক টীম এই রমজান মাসে আপনাদেরকে প্রতিদিন সকাল ১০ঃ০০ টা থেকে দুপুর ১ টা এবং বিকেল ৪ঃ০০ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত টেলি-চিকিৎসা সেবা দেবেন।

★#মৌলভীবাজার_বিএমএ_র_টেলি_চিকিৎসক_টীম★

★জেনারেল প্র‍্যাকটিশনার (©জ্বর, সর্দি,কাশি,
শাসকষ্ট ও অন্যান্য রোগের জন্য)—
(১)০১৬১৭৩৮৯৮৯৭
(২)০১৭৪৪৯২৪৭০০
(৩)০১৭১২০৯৩৩০১
(৪)০১৭৪৫৪৫৪৯৪৯
(৫)০১৫১১-২০০৩৯১
(৬)০১৭১৭৪৩৫৩৯৯
(৭)০১৭১১৩৭৬৭৯৩

★মেডিসিন-(১)০১৭১৯৩৪৯২২৫
(২)০১৭১২৫৯৩৩৬১

★হৃদরোগ/কার্ডিওলজী-০১৭১১৪৭৬৫৮২

★গাইনী ও প্রসূতী–(১)০১৭৪৪২০৫২১১
(২)০১৭১১১৮৩৯৭৯

★সার্জারী-০১৭১৫৮৫৯৬৬০

★শিশুরোগ—০১৭১১১৪৮০৬৮

★অর্থোপেঃ/হাড় ও জোড়া-০১৭৮৪১৯০১৮০

★চক্ষুরোগ–০১৭১৬২৭৮৮৭৬

★নাক-কান-গলা/ইএনটি–০১৭৩৭৮১৬৫৯১

★মনোরোগ/সাইকিয়াট্রি-(১)০১৭২৮৮৯৯৭০০
(২)০১৭১১১৫৪৩৬৩

★দন্তরোগ/ডেন্টাল–০১৯৭৭১০৭৭৯৩

★চর্ম ও যৌনরোগ (শুক্রবার ছাড়া প্রতিদিন
বিকেল ৪ টা – ৬ টা) –০১৭১১৪৫৪৩৯৪

★ইউরোলজি–০১৭১১১৭২০৭২