সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, মে ৩০, ২০২০
সাব্বাহ আলী খান কলিন্স, ৩১ মে ২০২০ : ১৯৮৮ সালের ৩১ মে রাজশাহী মেডিকেল কলেজে প্রকাশ্য দিবালোকে ধর্ম ব্যবসায়ী শিবিরের খুনিদের হাতে খুন হন, আমাদের লড়াইয়ের প্রেরণা শহীদ জামিল আকতার রতন। ক্ষমতায় তখন স্বৈরাচার এরশাদ। সারাদেশে এরশাদ ও স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক জামাত-শিবির বিরোধী সংগ্রাম তুঙ্গে,পিছিয়ে নেই বাংলাদেশ ছাত্র মৈত্রী। সেই লড়াইকে এগিয়ে নিচ্ছিলেন শহীদ জামিল। মেধাবী, পরোপকারী, ক্যাম্পাসের জনপ্রিয় ছাত্রনেতা জামিল। সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, স্বৈরাচার, সুবিধাবাদ বিরোধী সংগ্রামে যেমন ছিলেন নিবেদিত, তেমনি সমাজতন্ত্রের বিশ্বাসের দীক্ষায় দীক্ষিত এক আপোষহীন প্রথম সারির যোদ্ধা। আজ সেই ৩১ মে, আমাদের স্বজন জামিল ভাইকে আমরা হারিয়েছিলাম। বেঁচে থাকলে আজ তিনি অবশ্যই আমাদের পার্টিকে এগিয়ে নিতে সামিল থাকতেন। শহীদ জামিলের পূর্বসূরি এবং উত্তরসূরীরা কেউ পার্টিতে সক্রিয় কেউ বা আবার দূরে থেকে খোঁজখবর রাখছেন, সামর্থ্যানুযায়ী সহযোগীতা করছেন। কাছে দূরে যারাই বেঁচে আছি, আজ সময়ের ডাক লড়তে হবে আর লড়াই করেই বাঁচতে হবে। শহীদ জামিলের পূর্বসূরি ও উত্তরসূরীরা আজকের দিনে অন্তত শপথ নেই, ঐক্যবদ্ধ হই। শহীদ জামিলের পার্টি, আমাদের পার্টিকে এগিয়ে নেই। সমাজ বদলের শাণিত হাতিয়ার শহীদ ডাঃ জামিলের বিশ্বাস আর চেতনা, সেই হাতিয়ার নিয়ে এগিয়ে চলি মানুষের তরে মানুষের কাছে। শহীদ জামিল বেঁচে থাকুক আমাদের চেতনায়, আমাদের বিশ্বাসে।
যুগ যুগ জিও তুমি শহীদ জামিল,
তোমায় শ্রদ্ধাঞ্জলি ও লাল সালাম।
সাব্বাহ আলী খান কলিন্স
সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি
সভাপতি, বাংলাদেশ যুব মৈত্রী।
(প্রাক্তন সভাপতি, বাংলাদেশ ছাত্র মৈত্রী।)
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D