সব খুলে জোন ভাগ করা চোর পালানোর পর বুদ্ধি বাড়ার শামিল: মেনন

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, জুন ৭, ২০২০

সব খুলে জোন ভাগ করা চোর পালানোর পর বুদ্ধি বাড়ার শামিল: মেনন

শেখ জুয়েল রানা, নড়াইল থেকে, ০৭ জুন ২০২০ : সব খুলে দিয়ে জোন ভাগ করা চোর পালানোর পর বুদ্ধি বাড়ার শামিল বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি। শনিবার কমরেড মোস্তাফিজুর রহমান কাবুল স্মরণে নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, তারপরও যদি তাড়াতাড়ি সম্ভব জোন ভাগ হতো তা হলেও কথা ছিল না। কিন্তু তারও দেখা নেই। মনে হয় আমরা ‘হার্ড কমিউনিটি’র পথ নিয়েছি। সেটা বললেও বোঝা যেত। করোনা সংক্রমণ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কী করছে তা বোঝা যাচ্ছে না।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মেনন। এতে বিশেষ অতিথি হিসেবে ভিডিওর মাধ্যমে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাড. নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক মলয় নন্দী, সদর থানার সেক্রেটারি স্বপ্না সেন, সুনীল সেন, পেনশন আন্দোলনের সেক্রেটারি সাথী তালুকদার, যুব মৈত্রীর নেতা সমীর বিশ্বাস, হায়দার আলী প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ