মানবসম্পদ খাতে বরাদ্দ সন্তোষজনক পর্যায়ের নয় : ড. হোসেন জিল্লুর রহমান

প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২০

মানবসম্পদ খাতে বরাদ্দ সন্তোষজনক পর্যায়ের নয় : ড. হোসেন জিল্লুর রহমান

ঢাকা, ১২ জুন ২০২০: কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাব দেশের সব খাতেই প্রভাব ফেলেছে। বাজেটের বিভিন্ন আলোচনায় অর্থনীতির পুনরুদ্ধারের বিষয়টিতে জোর দেয়া হচ্ছে। মানবসম্পদ খাতেও কভিড-১৯-এর প্রভাব অনেক বেশি, যদিও এ বিষয়ে তেমন কোনো আলোচনা হচ্ছে না। প্রস্তাবিত বাজেটেও পিছিয়ে পড়া মানবসম্পদ খাতের পুনরুদ্ধারের বিষয়টি গুরুত্ব সহকারে আলোকপাত করা হয়নি। নীতিনির্ধারকরা কেন জানি বিষয়টিকে এড়িয়ে যাচ্ছেন। মানবসম্পদ খাতের উন্নয়ন না করে অর্থনৈতিক পুনরুদ্ধার করা সম্ভব নয়। যদিও বাজেটে শিক্ষাসহ মানবসম্পদ সংশ্লিষ্ট খাতগুলোতে বরাদ্দের হার সন্তোষজনক পর্যায়ের নয়। আমি মনে করি, এখনো জাতীয় পর্যায়ে আলোচনার মাধ্যমে মানবসম্পদ খাতের উন্নয়নে বড় আকারের বরাদ্দ দেয়া প্রয়োজন। পাশাপাশি বরাদ্দকৃত অর্থ ও সুস্পষ্ট পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়নের জন্য দিকনির্দেশনাও থাকতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ