সেরে উঠবেন আমার শৈশবের নায়ক

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০

সেরে উঠবেন আমার শৈশবের নায়ক

শোয়াইব জিবরান, ১৭ জুন ২০২০ : আমার ‘মসুদ মামা’। সবাই তাঁকে জানেন উপাধ্যক্ষ ড. এম এ শহীদ নামে, চীফ হুইপ ছিলেন, সরকারের এমপি, সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। শৈশবে দেখতাম কলেজে যাচ্ছেন মোটর সাইকেল চালিয়ে। কিন্তু মানুষের সালামের জবাব দিতে দিতে হাতলে হাত রাখার সময় পাচ্ছেন না। আব্বা শ্যালক হিসেবে প্রকাশ্যে হাসি ঠাট্টা করলেও আড়ালে কত যে সম্মান করতেন; বলতেন, আমরার প্রফেসার সাব। তাঁর মতো মস্ত সম্মানিত প্রফেসর হওয়ার জন্য শৈশবেই আমি তাঁকে আদর্শ মেনে বড় হয়ে প্রফেসর হওয়ার স্বপ্ন দেখেছিলাম। তিনিই ছিলেন আমার আইকন। অখনে দেশের মানুষের, সৎ রাজনীতির আইকন।

করোনা দুর্যোগে এলাকায় মানুষের পাশে সব সময় থেকেছেন। অমনকি ঢাকায় ফোন করে আমাদের খোঁজ খবরও রেখেছেন।

এবং অবশেষে নিজে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর শরীরে গুরুতর কোনো উপসর্গ এখনও দেখা দেয়নি। শুকরিয়া। দোয়া প্রার্থী।

সেরে উঠুন আমার শৈশবের আইকন, দেশের সৎ রাজনীতির আইকন।

(ছবিটি পুরোনো এ্যালবাম থেকে নেয়া)

এ সংক্রান্ত আরও সংবাদ