মার্কসবাদী তাত্ত্বিক কমরেড হায়দার আকবর খান রনো করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২০

মার্কসবাদী তাত্ত্বিক কমরেড হায়দার আকবর খান রনো করোনায় আক্রান্ত

ঢাকা, ২৯ জুন ২০২০: বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক কমরেড হায়দার আকবর খান রনোর করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আজ সোমবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সম্পাদক জলি তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত তিন দিন ধরে জ্বরে ভুগছেন হায়দার আকবর খান রনো। পরে করোনা পরীক্ষার জন্য তার বাসা থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়। আজকে ইমেইলে জানানো হয়, তিনি কোভিড-১৯ এ আক্রান্ত। সর্বশেষ আজ দুপুর দেড়টার দিকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়।’

এ সংক্রান্ত আরও সংবাদ