সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৩ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২০
|| মৃদুলকান্তি পাল মলয় || শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ৩০ জুন ২০২০ : আদিবাসী সন্তান বুঙ্গ ও নিরল, নিতান্ত শৈশবের
সহপাঠীদ্বয় আমার। অতঃপর পড়ালেড়ার পর্বে
পর্বে ও কর্মজীবনে রবার্ট সাঁওতাল, বার্লু সুচিয়াং,
কতৃক পঞ্চমী, ডিলেপ চাকমাসহ অসংখ্য অগুনতি
পাহাড়ি, আদিবাসী, চাকমা, গারো, খাসি সম্প্রদায়
তথা নৃতাত্ত্বিক নিসর্গনিবাসীদের একান্ত সান্নিধ্যে
আসার এবং খুব কাছ থেকে তাঁদেরকে দেখার ও
তাঁদের জীবনচর্চা সম্পর্কে জানার সুযোগ-সৌভাগ্য
হয় আমার। আমার মতো হয়তো সবারই উল্লেখিত
জনগোষ্ঠীর অনেক সহপাঠী ও বন্ধুবান্ধব রয়েছ।।
তাঁদের সঙ্গতা সততই সুখ ও স্বস্তিদায়ক। নিসর্গবাসী
নিভৃতচারী মানুষগুলো নিরুত্তাপ, নিরুপদ্রব সেইসাথে
মিতভাষী।
শ্রীমঙ্গলে রয়েছে আদিবাসী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর
উল্লেখ্যযোগ্য সংখ্যক মানুষের বসবাস। জীবনচর্চার
অংশ হিশেবে পড়ালেড়া এবং চিকিৎসাসহ অন্যান্য
কেনাকাটার কারনে প্রতিদিন এই জনগোষ্ঠীর মানুষ
শহরে আসলেও আজ পর্যন্ত কাউকে কারো সাথেই
কোন দিন কোন ঝগড়াফ্যাসাদ বা বাদানুবাদে জড়াতে দেখিনি। খাসি, পাহাড়ি, আদিবাসী তথা নৃতাত্ত্বিক
জনগোষ্ঠীর চলে সমষ্টিগত জীবনচর্চা। আর হয়তো
সেই ধারাবাহিকতায় তাঁরা শহরের নির্দিষ্ট দোকানে
বাজার- সদাই করে, নির্দিষ্ট ফার্মেসীতে ঔষধ কিনে।
কিন্ত বাকীতে পণ্য কিনে টাকা না দেওয়া বা পালিয়ে
যাবার কোন ঘটনা আজ পর্যন্ত শোনা যায় নি। তবে
তাঁরা সমাজের মূলস্রোতের মানুষ নয়, এমন ভাবনা
থেকেই তাঁদেরকে প্রায়শই দূরে রাখা হয়। রাষ্ট্রীয় ও
সামাজিক অনেক বৈষম্য বঞ্চনারও শিকার তাঁরা।
তবে তাঁদের জীবনচর্চাসহ অপরাপর বিষয়াবলী
ফেসবুকের পরিমিত পরিসরে ব্যাখ্যা বা বর্ণনা করা
কষ্টসাধ্য ও দুরুহ ব্যাপার।
যাইহোক, ফিলা পথ্মি মহোদয়ও আদিবাসী খাসি সম্প্রদায়ের একজন আলোকিত মানুষ। তাঁর সাথে
আমার ব্যক্তিগত কোন পরিচয় নেই। ইতিপূর্বে কোন
কথাবার্তাও হয়নি। অতি সম্প্রতি ফেসবুকে কথিত
বন্ধুত্ব হয়েছে। তবে ফেসবুকে তাঁর শেয়ারকৃত নানা
পোস্ট ও বিভিন্নজনের লেখায় তাঁর সুচিন্তিত কমেন্ট
পড়ে তাঁর বৈচিত্রবিলাসি মানসভুবনের যৎকিঞ্চিত
ধারনা পেয়েছি। কারন যিনি যে প্রকৃতির মানুষ,
ফেসবুকেও তাঁর চিন্তাচেতনার বহিঃপ্রকাশ ঘটে। ফেসবুকে তাঁর বিচরণ একজন সদালাপী ও সজ্জন হিশেবেই। তাঁর কমেন্টগুলো যেমন সখেদ, যৌক্তিক,
কৌতুকপূর্ণ তেমন ধর্ম ও সাম্প্রদায়িকতা বিবর্জিত।
আর শ্রীমঙ্গলের জনাকয়েক সুধীজনের সাথে কথা
বলে নিশ্চিত হই ফিলা পত্মি মহোদয় আগাগোড়া
একজন অজাতশত্রু মানুষ। শ্রীমঙ্গলের গর্ব এবং
ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ লাউয়াছড়া পুঞ্জির মন্ত্রী
বা হেডমেন তিনি। তাঁর মতো শিক্ষিত ও সদাশয়
মানুষ যেখানে একটি স্থান বা জনপদের দায়িত্বে,
সেখানে সুখ, শান্তি ও সম্প্রতি যে সকলের সদাসঙ্গী
হবে সে বিষয়ে সন্দেহের কোন অবকাশ নেই
আজ এই প্রকৃতিপুত্র ও নিসর্গসখার শুভজন্মদিন।
জন্মদিনের এই শুভলগ্নে তাঁর দীপ্র স্বাস্থ্য ও দীর্ঘায়ু
প্রার্থনা করছি। কামনা করি তাঁর যাপিতজীবন যেন
হয় লাউয়াছড়ার লতাগুল্ম ও সবুজ বৃক্ষরাজির
মতোই চিরসবুজ, চিরসতেজ ও চিরহরিৎ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D