কৃষিক্ষেত্রে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রকৃত কৃষকদের প্রণোদনা দেওয়ার বিকল্প নেই: জাতীয় কৃষক সমিতি

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০

কৃষিক্ষেত্রে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রকৃত কৃষকদের প্রণোদনা দেওয়ার বিকল্প নেই: জাতীয় কৃষক সমিতি

Manual6 Ad Code

ঢাকা, ১২ জুলাই ২০২০: “করোনাকালীন সময়ে কৃষিই একমাত্র খাদ্য নিরাপত্তা দিতে পারে। সেক্ষেত্রে প্রকৃত কৃষকদের বিনা শর্তে প্রণোদনা অব্যাহত রাখতে হবে। কৃষি খাতে অব্যবস্থাপনা বন্ধ করে কৃষক স্বার্থের নীতিমালা সুনির্দিষ্ট করতে হবে।

Manual6 Ad Code

মধ্যস্বত্বভোগী লুটেরা ব্যবসায়ীদের স্বার্থে চাল আমদানি করার নীতি কৃষিখাতকেই ক্ষতিগ্রস্থ করবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত কৃষি প্রণোদনা সাধারণ কৃষকদের কোন কাজে আসে নাই, অকৃষক-মধ্যস্বত্বভোগীরাই লাভবান হয়েছে ।
দীর্ঘকালীন করোনাচক্র অব্যাহত থাকলে গ্রামীণ ও শহরের প্রান্তিক চাষী, ভূমিহীন দিনমজুর, ছিন্নমূল মানুষ, সকল মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে।”
ভার্চুয়াল অ্যাপ জুমের মাধ্যমে আজ ১২ জুলাই সকাল ১১টায় অনুষ্ঠিত জাতীয় কৃষক সমিতির সম্পাদকমন্ডলীর সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে আলোচনায় সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ প্রস্তাবনা সমূহ তুলে ধরেন।
আলোচনা সভায় সম্পাদকমন্ডলীর নেতা নুর আহমদ বকুল, নজরুল ইসলাম হক্কানী, হাজী বশিরুল আলম, দীপংকর সাহা দিপু, নজরুল ইসলাম, হবিবুর রহমান, মোস্তফা আলমগীর রতন, গোলাম নওজব চৌধুরী পাওয়ার, আবুল কালাম আজাদ খান প্রমুখ।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code