চীনের ভ্যাকসিন ট্রায়াল শুরু করুন: খালেকুজ্জামান

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০

চীনের ভ্যাকসিন ট্রায়াল শুরু করুন: খালেকুজ্জামান

ঢাকা, ২৬ জুলাই ২০২০: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেছেন, দেশে চীনের করোনা ভ্যাকসিন ট্রায়ালের সম্মানজনক প্রস্তাব পাওয়ার পরও সাম্রাজ্যবাদী দেশের স্বার্থে তা করতে নানা গড়িমসি ও টালবাহনা করছে বাংলাদেশ সরকার। রবিবার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘করোনা প্রতিরোধে সারা বিশ্ব ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতায় রয়েছে। বাংলাদেশ সরকার চীনের কাছ থেকে করোনা ভ্যাকসিন ট্রায়ালের সম্মানজনক প্রস্তাব পেয়েছে। দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিএমআরসি চীনের ভ্যাকসিনের ট্রায়াল দেয়ার অনুমতিও দিয়েছে। কিন্তু সাম্রাজ্যবাদী দেশের স্বার্থে মন্ত্রণালয় থেকে সেই ট্রায়ালের ব্যাপারে নানা গড়িমসি ও টালবাহনা করছে। যেমনটি গণস্বাস্থ্য কেন্দ্রের কীটের বেলাতেও করেছে। যা বাংলাদেশের জনগণকে ভ্যাকসিনের সহজ প্রাপ্যতা থেকে বঞ্চিত করবে। বিবৃতিতে তিনি চক্রান্ত-ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে অতি দ্রুত চীনের ভ্যাকসিনের ট্রায়াল শুরু করার আহ্বান জানান। বিবৃতিতে তিনি ঈদের আগে গার্মেন্টসসহ সকল শিল্প কারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, সরকারের কাছ থেকে দুই দফায় নির্দিষ্ট পোষাকখাতেই সাড়ে দশ হাজার কোটি টাকা ঋণ প্রণোদনা নেয়ার পরও অনেক কারখানার মালিক শ্রমিকদের বেতন পরিশোধ না করে ছাঁটাই করে চলেছে। এই করোনা মহামারী কালে যা খুবই অমানবিক ও অন্যায়। বিবৃতিতে তিনি শ্রমিক ছাঁটাই বন্ধ ও ঈদের আগেই সকল শ্রমিকের বকেয়াসহ জুলাই মাসের বেতন ও বোনাস পরিশোধের জোর দাবি জানান। একই সাথে শ্রমিকরা যাতে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত না হয় তা দেখার জন্য সরকারের কাছে জোরদারের দাবি জানান। করোনা সংক্রমণ দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা উন্মোচিত করেছে জানিয়ে খালেকুজ্জামান বলেন, পুঁজিবাদী সমাজের মুনাফা লিপ্সা যে মানুষকে কতোটা নিচে নামাতে পারে তা এ সময়ে আবারো জনগণকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। মাস্ক, পিপিই, স্যানিটাইজার, ভুয়া টেস্ট রিপোর্টসহ নানা দুর্নীতি অনিয়ম করোনা মহামারীতেও মুনাফালোভীদের থামাতে পারেনি। বিবৃতিতে খালেকুজ্জামান স্বাস্থ্যখাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ ও দায়ীদের শুধু পদত্যাগ-বদলী-ও এসডি করা নয় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান। একই সাথে স্বাস্থ্যখাতে মিঠু সিন্ডিকেটসহ সকল ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ ও অবিলম্বে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ দাবি করেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ