ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি’র রাজশাহীতে মাস্ক বিতরণ

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০২০

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি’র রাজশাহীতে মাস্ক বিতরণ

Manual6 Ad Code

রাজশাহী, ০৯ আগস্ট ২০২০: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি রাজশাহীতে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছেন।

Manual7 Ad Code

করোনা মহামারিতে জনসচেতনতা গড়ে তুলতে রোববার সকালে রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকায় এক হাজার মাস্ক পিস বিতরণ করা হয়।
বাংলাদেশ যুবমৈত্রীর নগরীর রাজপাড়া থানা কমিটির সভাপতি মাসুম রেজা বিদ্যুতের মাস্কগুলো বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ছাত্রমৈত্রী ও যুবমৈত্রীর প্রতিষ্ঠাকালীন সভাপতি ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
মাস্ক বিতরণের সময় তিনি তিনি করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
এ সময় ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, সম্পাদকমণ্ডলির সদস্য আবদুল মতিন, নাজমুল করিম অপু, মনির উদ্দিন পান্না, সদস্য মোশাররফ হোসেন, আবদুল খালেক বকুল, মাসুম আক্তার অনিক, নগর যুবমৈত্রীর সহসভাপতি শাহারুল ইসলাম টিয়া, নগরীর এক নম্বর ওয়ার্ড ওয়ার্কার্স পার্টির সভাপতি আদিলুজ্জামান আদিল, দুই নম্বরের সভাপতি আবদুল কুদ্দুস টেবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ