শ্রীমঙ্গলের কান্ডারী মৎস্যজীবী সমবায় সমিতির পুনঃনির্বাচনের দাবী সদস্যদের

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০

শ্রীমঙ্গলের কান্ডারী মৎস্যজীবী সমবায় সমিতির পুনঃনির্বাচনের দাবী সদস্যদের

Manual7 Ad Code

শ্রীমঙ্গল, ১২ অাগস্ট ২০২০: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন ৫ নং কালাপুর ইউনিয়নের হাজীপুরস্থ কান্ডারী মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ-এর সভাপতি অাউয়াল অাহমদকে অব্যাহতি প্রদানপূর্বক উক্ত পদে পুনঃনির্বাচনের দাবী করেছে সংগঠনের সদস্যরা।

Manual5 Ad Code

এ ব্যাপারে জেলা সমবায় অফিসার বরাবরে সমিতির সদস্যদের পক্ষ থেকে অভিযোগ জানিয়ে একটি দরখাস্ত প্রদান করা হয়েছে।
মৌলভীবাজার জেলা সমবায় কর্মকর্তা বরাবরে কান্ডারী মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যবৃন্দ যথাক্রমে সর্বজনাব খালেক, লুভি মিয়া, সিপন মিয়া, বাছির মিয়া, ফরিদ, সিরজন অালী, রিপন, বাছির, শাহাঅালম, জলিল মিয়া, রিজক মিয়া, করিম মিয়া, সফি মিয়া ও কৈছর মিয়ার টিপ/স্বাক্ষরিত ও প্রেরিত দরখাস্তে সংগঠনের সভাপতি পদে পুনঃ নির্বাচনের দাবী জানিয়ে বলা হয়, কান্ডারী মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ অনুমান ৫ বৎসরের অধিক কাল পূর্বে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠাকালীন সময় হতে সভাপতি হিসেবে জনৈক অাউয়াল অাহমদ সদস্যদের মতামতের কোন প্রকার মূল্যায়ন না করে স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে সমিতি পরিচালনা করছেন। যেকারণে সমিতির সদস্যরা সংক্ষুব্ধ হয়ে এ অভিযোগ দায়ের পূর্বক নির্বাচনের দাবী করছেন।
দরখাস্তে অারও বলা হয়, সমিতির সদস্যদের সুবিধা অসুবিধা ইত্যাদি বিবেচনায় না নিয়ে তিনি সমবায় সমিতির বিধিমালার নীতি বহির্ভূত কার্যকলাপের মাধ্যমে স্বীয়স্বার্থে সংগঠনকে ব্যবহার করছেন। এহেন অনৈতিক কার্যকলাপের প্রতিবাদ করলে বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদর্শন করেন তিনি। ফলে উক্ত সভাপতি তার স্বপদে বহাল থাকলে সমিতির উদ্দেশ্য ও লক্ষ্য অাদৌ বাস্তবায়িত হবে না কিংবা হওয়ার সম্ভাবনা নাই।
দরখাস্তে অারও বলা হয়, সমিতির কর্মপন্থা ও লক্ষ্য সুষ্ঠুভাবে বাস্তবায়িত হতে হলে অচিরেই উক্ত সভাপতি অাউয়াল অাহমদকে কান্ডারী মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান পূর্বক পুনঃ নির্বাচনের অাহবান জানিয়ে নতুন সভাপতি নির্বাচিত করা একান্ত প্রয়োজন বলে দাবি করা হয়। নতুবা সমিতির উদ্দেশ্য লক্ষ্য অংকুরেই বিনষ্ট হবে এবং সমিতির অপরাপর গরীব ও অসহায় সদস্যগণের অপূরণীয় ক্ষতির কারণ হবে বলে দাবী করা হয়।
এ ব্যাপারে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ও শ্রীমঙ্গল সমবায় কর্মকর্তা সহ দুদক বরাবরে অনুলিপি প্রেরণ করা হয়েছে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code