দেশের প্রথম তথ্যপ্রযুক্তিবিষয়ক মাল্টিমিডিয়া পোর্টাল টেকজুম ডটটিভি

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০

দেশের প্রথম তথ্যপ্রযুক্তিবিষয়ক মাল্টিমিডিয়া পোর্টাল টেকজুম ডটটিভি

ঢাকা, ২২ অাগস্ট ২০২০: দেশের প্রথম তথ্যপ্রযুক্তিবিষয়ক মাল্টিমিডিয়া পোর্টাল টেকজুম ডটটিভি । প্রযুক্তি খাতের ব্যক্তিদের নিয়ে আয়োজন করেছে ‘টেকজুম প্রযুক্তি আড্ডা’ নামে ফেসবুক লাইভ অনুষ্ঠানের।

শনিবার ২২ আগস্ট সন্ধ্যা ৭.৩০ টায় টেকজুম ডটটিভি ফেসবুক পেজ ও ইউটিউব এই লাইভ অনুষ্ঠানে অংশ নেবেন উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই)-এর উপদেষ্টা, সার্চ ইংলিশের প্রতিষ্ঠাতা এবং ই-ক্যাবের সাবেক সভাপতি রাজীব আহমেদ ও উইমেন ��্যান্ড ই-কমার্সের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা ।

অনুষ্ঠানের আলোচ্য বিষয়: দেশে ই-কমার্স নারীদের অবস্থান ও অনলাইনে দেশি পণ্য। প্রতি শনিবার সন্ধ্যায় উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই)-এর একজন অতিথি থাকবেন আমাদের এই অনুষ্ঠানে । টেকজুম প্রযুক্তি আড্ডাঅনুষ্ঠানে যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন এবং আমাদের পেজটিতে লাইক দিয়ে যুক্ত থাকুন: https://www.facebook.com/Techzoom.TV/ অথবা https://www.youtube.com/user/techzoom24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ সংক্রান্ত আরও সংবাদ