সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০
|| নাসরিন মৌ || ঢাকা, ০৭ সেপ্টেম্বর ২০২০ : আসসালামুআলাইকুম প্রিয় উইবাসী (Women and e-commerce Forum), এই গ্রুপে জয়েন করেছি বেশ কয়েক মাস আগেই। কোনো এক শুভাকাঙ্ক্ষী বন্ধু আমাকে এড করে দেয়। গ্রপ এর সদস্যের এত এত ভাল কাজ আর উদ্যোগ দেখে আমিও অনুপ্রাণিত হই।
উদ্যোক্তা হওয়ার সবচেয়ে বড় বাধা কি জানেন?
মানুষ কি ভাববে এই চিন্তা টা।
হ্যা এটা সত্যি যে আপনার আশেপাশের মানুষ আপনার কাছে অনেক বড় কিছু আশা করে, তাই আপনি শুরু থেকেই ছোট কিছু নিয়ে চিন্তা করতে পারেন নাহ্। আর এ কারনেই নিজের প্রতিভা থাকা স্বত্বেও সেটা কাজে লাগাতে ব্যার্থ হন।
আমি উইবাসীর কাছে কৃতজ্ঞ, সবার এত এত কাজের অনুপ্রেরণা দেখে আজকে আমিও উদ্যোক্তা হতে পেরেছি। আর এখন এর চিত্র টা তো আরো ভিন্ন। সবার এত সহোযোগিতা আর অনুপ্রেরণায় আরো বড় কিছু করার ও স্বপ্ন দেখছি। সবাই দোয়া করবেন আামার জন্য। ❤
?কাজ করছি হ্যান্ডপেইন্টেড দেশী শাড়ী, গয়না নিয়ে।
স্বত্বাধিকারী- কাঠ গোলাপী
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D