সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০
ই-কমার্স প্রতিবেদক || ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২০ : বর্তমানে বাংলাদেশে অনলাইন ভিত্তিক ব্যবসা-বাণিজ্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রায় ৫০ হাজারের বেশি উদ্যোক্তা অনলাইনে ব্যবসা করছেন। সক্রিয় ২০ হাজারেরও বেশি। এরপর লাখো মানুষের কর্মসংস্থান হয়েছে অনলাইন ভিত্তিক ই-কমার্স ব্যবসায় এবং দ্রুতগতিতে বেড়েই চলেছে ই-কমার্স ব্যবসার প্রসার। ফলে বাংলাদেশে ই-কমার্সের বাজার দেড় বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে এবং যা চলতি বছরে দুই বিলিয়ন ও ২০২৩ সালে তিন বিলিয়ন ডলার ছাড়ানোর তথ্য দিয়েছে জার্মান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান।
( তথ্য সূত্রঃ জার্মান ইনস্টিটিউট ফর ইকোনমিক রিসার্চ )
অনেক তরুণই এখন তাদের ক্যারিয়ার ই-কমার্সের মাধ্যমে শুরু করছে। তবে ক্রমবর্ধমান এই ব্যবসার শুরুতে রয়েছে নানা বাধা-বিপত্তি, রয়েছে নানা সমস্যা যেমন : পণ্য নির্বাচন, দাম, সরবরাহ ব্যবস্থা, ভালো পণ্য খুঁজে বের করা,টেকনিক্যাল বিষয় গুলোর উপর লক্ষ রাখা ইত্যাদি ইত্যাদি। আর তাই উপরে উল্লেখিত সব গুলো বিষয়ই চিন্তা করে ক্যারিয়ারসহাব বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন মেট্রোপলিটন কলেজের সিইও জনাব হেমি হোসেইন ক্যারিয়ারসহাব বাংলাদেশ এর পক্ষ থেকে আয়োজন করেছেন “গ্লোবাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট”এর মাষ্টারক্লাস।
এই মাষ্টারক্লাসটিতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের অধ্যাপক জনাব ডাঃ শামস্ রহমান।
এই মাষ্টারক্লাসটিতে যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হবেঃ
• Global Supply Chain and Strategy
• Importance of Supply Chain Management in E-commerce
• Collaboration and Integration: Implications for real world businesses
• Constraint management in supply chain
• Supply chain and the environment
আমাদের এই মাষ্টারক্লাসটির সময়সূচী ঃ
তারিখঃ ২রা অক্টোবর (শুক্রবার)
সময়ঃ বিকাল ৫ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত
☎প্রয়োজনীয় তথ্য জানতে যোগাযোগ করুনঃ 01958668030
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D