মাহবুব রেজা ও রামভজন কৈরি শ্রম আদালতের শ্রমিক প্রতিনিধি নিযুক্ত

প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০

মাহবুব রেজা ও রামভজন কৈরি শ্রম আদালতের শ্রমিক প্রতিনিধি নিযুক্ত

বিশেষ প্রতিনিধি || শ্রীমঙ্গল, ২৮ অক্টোবর ২০২০ : চা শিল্পে নিয়োজিত দুটি ট্রেড ইউনিয়ন সংগঠন যথাক্রমে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মো. মাহবুব রেজা ও বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী সিলেটের শ্রম আদালতের প্যানেলে শ্রমিক প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছেন। এ দুটি সংগঠনেরই কেন্দ্রীয় সদর দফতর শ্রীমঙ্গলে অবস্থিত।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শাখা-৯ (আদালত) কর্তৃক শ্রম আদালতের বিচার কার্য-পরিচালনার জন্য সিলেটে শ্রম আদালতের শ্রমিক ও মালিক প্রতিনিধি নিযুক্ত করা হয়েছে।

বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ২১৪(৭) এ প্রদত্ত ক্ষমতা বলে এতদসংক্রান্ত বিদ্যমান সকল প্রজ্ঞাপন বাতিলক্রমে নতুন এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. মহিদুর রহমান এই প্রজ্ঞাপন জারি করেন।

সিলেটের শ্রম আদালতের প্রতিনিধি প্যানেলে শ্রমিক প্রতিনিধি হিসেবে নিযুক্তি পেয়েছেন কেন্দ্রীয় শ্রমিকলীগের কার্যনির্বাহী সদস্য ও সিলেট মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, বাংলাদেশ মটর মেকানিক্স ফেডারেশন রেজি: নং-বি-২১৯২ এর কার্যকরী সভাপতি আব্দুর রব, বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন রেজি: নং-বি ২৫১ এর সভাপতি মো. মাহবুব রেজা, হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী, জালালাবাদ এমপ্লয়িজ ইউনিয়ন রেজি: চট্ট-২৫২০ এর সভাপতি মো. আব্দুর রহমান, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন রেজি: নং-বি ৭৭ এর সাধারণ সম্পাদক রামভজন কৈরী।

তাছাড়া মালিক প্রতিনিধি হিসাবে যারা নিযুক্তি পেয়েছেন তারা হলেন, এম আহমদ, টি এন্ড ল্যান্ডস কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক সৈয়দ মহি উদ্দিন, নন্দন এ্যাগ্রো ফিশারিজ লিমিটেডের চেয়ারম্যান ও পরিচালক শামসুল আলম সেলিম, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের মো, জসিম উদ্দিন খন্দকার, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক মো. এনামুল হক, আহমদ হাউজিং ও হোটেল রাজমহলের সত্বাধিকারী হেলেন আহমদ এবং নির্বানা ইন এর এইচ আর ম্যানেজার মেহেরুন্নেসা আকতার।

১৮ অক্টোবর ২০২০ইং শ্রমিক প্রতিনিধির প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয়। অপর দিকে মালিক প্রতিনিধির প্রজ্ঞাপন ১৫ অক্টোবর ২০২০ইং গেজেট আকারে প্রকাশিত হয়।

চা শিল্পে নিয়োজিত দুটি ট্রেড ইউনিয়ন সংগঠন যথাক্রমে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মো. মাহবুব রেজা ও বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরীসহ শ্রম আদালতের শ্রমিক ও মালিক প্রতিনিধি নিযুক্তি পাওয়া সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান। এছাড়াও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক তাপস কুমার ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল অাহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ