ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক মোহাম্মদ ইলিয়াসের মৃত্যুবার্ষিকী অাজ

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০

ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক মোহাম্মদ ইলিয়াসের মৃত্যুবার্ষিকী অাজ

Manual3 Ad Code

শ্রীমঙ্গল, ২১ নভেম্বর ২০২০ : ছাত্র ইউনিয়ন (ইপসু)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সাংসদ ও এমএলএ মোহাম্মদ ইলিয়াসের মৃত্যুবার্ষিকী অাজ।

Manual4 Ad Code

জননন্দিত প্রগতিশীল রাজনীতিবিদ মোহাম্মদ ইলিয়াস ১ অক্টোবর ১৯২৯ সালের মৌলভীবাজারের কমলগঞ্জের কুশালপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা মৌলভী মোহাম্মদ তাহির ও মাতা মোছাঃ জুবায়দা খাতুন। তিনি মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। এর পর ঢাকা কলেজ থেকে তিনি আইএসসি পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশ করেন।

Manual6 Ad Code

রাজনৈতিক ও কর্মজীবন

Manual4 Ad Code

ইলিয়াস ১৯৪৮ সালে রাজনীতিতে যোগদান করেন। তিনি রাষ্ট্র ভাষা আন্দোলনের সক্রিয় সদস্য ও পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন (ইপসু)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। ঊনসত্তরের গণঅভ্যুত্থান সক্রিয় অংশগ্রহণ ছিল তার। তিনি ১৯৬৭ সালে শ্রীমঙ্গলে স্থায়ী বসবাস শুরু করেন। ১৯৬৯ সালে তিনি পূর্ব পাকিস্থানের এমএলএ নির্বাচিত হন। ১৯৬৯ সালের শেষ দিকে আওয়ামীলীগে যোগ দিয়ে কেন্দ্রীয় সদস্য হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেন। ১৯৭০ ও ১৯৭৯ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তিনি চারবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

মৃত্যু

মোহাম্মদ ইলিয়াস ২১ নভেম্বর ১৯৮৭ সালে ৪৮ বছর বয়সে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Manual4 Ad Code