নীল শাড়িতে বাঙালি মেয়েদের অদ্ভুত সুন্দর দেখায়!

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১

নীল শাড়িতে বাঙালি মেয়েদের অদ্ভুত সুন্দর দেখায়!

|| খ জান্নাত অাশা || ঢাকা, ১০ জানুয়ারি ২০২১ : নীল কারো কাছে ভালোবাসার রং, কারো কাছে আবার বিষন্নতার! ভালোবাসা কখনো খুব সুখী করে, আবার কখনো বা কারো মনে বিষন্নতার আবেশ ছড়িয়ে দেয়, তাই হয়তো এ দুটোর মিশ্রন এই নীল!

তবে যে যাই বলুক আর ভাবুক, এই নীল রং ভালোবাসে না এমন মানুষ খুব কম পাওয়া যাবে।
বিশেষ করে নীল শাড়িতে বাঙালি মেয়েদের অদ্ভুত সুন্দর দেখায়! সাধারণ সাজেই অনন্য হয়ে উঠে। আর তাই হয়ত হুমায়ুন আহমেদ হিমুর রূপাকে নীল শাড়িতে সাজিয়েছিলেন।

আমার কালেকশনের এই নীল মাসলাইসগুলো যাস্ট নিজেদের বিশেষত্ব দিয়েই যে কোনো নারীকে করে তুলতে পারে অনন্য। খুব বেশি জবড়জং সাজের দরকার পরবে না, বাঙালি নারী নীলে জড়িয়ে হালকা সাজে স্নিগ্ধতা ছড়িয়ে যাবে এটাই কাম্য, আর যদি চুলে একটা নীল অপরাজিতা গুজে দেয়া যায়, তবে তো আর কথাই নেই! নিজেকে সেরূপে কল্পনা করে বেশ লাগছে কিন্তু। ☺️