শীতার্ত মানুষের পাশে সমাজকর্মী তানিয়া আক্তার 

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

শীতার্ত মানুষের পাশে সমাজকর্মী তানিয়া আক্তার 

নিজস্ব প্রতিনিধি || শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৭ জানুয়ারি ২০২১ : বিটিআরআই এলাকায় শীতার্ত মানুষের মাঝে প্রায় অর্ধশতাধিক কম্বল বিতরণ করেছেন শ্রীমঙ্গল সোশ্যাল অর্গানাইজেশনের যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদিকা তানিয়া আক্তার।

তানিয়া আক্তারের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সোশ্যাল অর্গানাইজেশনের সভাপতি মাহমুদুল হাসান মামুন, যুগ্ম সাধারন সম্পাদক নুর আলম নুরু, সাংগঠনিক সম্পাদক কে এস এম আরিফুল ইসলাম, অর্থ বিষয় সম্পাদক জাকির হোসেন ও সদস্য আব্দুল্লাহ আল যোবায়ের প্রমুখ।

এসব কম্বল বিতরণের সময় সমাজকর্মী তানিয়া আক্তার বলেন, “আমি সব সময় সমাজের দুস্থ মানুষের পাশে থেকে তাদের সেবা করে যেতে চাই। অন্যদেরকেও সমাজের দুস্থ মানুষের সহায়তায় এগিয়ে অাসার অাহবান জানাচ্ছি।”

এ সংক্রান্ত আরও সংবাদ