প্রকাশক দীপন হত্যার রায়ের প্রতি ওয়ার্কার্স পার্টি সন্তোষ প্রকাশ

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১

প্রকাশক দীপন হত্যার রায়ের প্রতি ওয়ার্কার্স পার্টি সন্তোষ প্রকাশ

বিশেষ প্রতিনিধি || ঢাকা, ১১ ফেব্রুয়ারি ২০২১: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার আসামীর মৃত্যুদন্ড হওয়াতে এই রায়ের প্রতি সন্তোষ প্রকাশসহ বলেন যে, এই বিচারের মধ্য দিয়ে প্রমাণিত হলো দেশে এখনো আইনী শাসন আছে।

কোন হত্যাকারী এই আইনের হাত থেকে রেহাই পাবে না। অবিলম্বে এই রায় কার্যকর করার আহবান জানান।

প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার আসামীর মৃত্যুদন্ড হওয়াতে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ