সাংবাদিক নেতা জহর লাল দাসের মৃত্যু: ডিইউজের শোক

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২১

সাংবাদিক নেতা জহর লাল দাসের মৃত্যু: ডিইউজের শোক

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি ২০২১ : ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক যুগ্ম-সম্পাদক জহর লাল দাস আর নেই। রোববার দিবাগত রাত পৌনে ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আজ সোমবার সকালে পোস্তগোলা শ্মশানঘাটে প্রয়াতের শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু এক বিবৃতিতে তার আত্মার শান্তি কামনা করেছেন। ডিইউজের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক যুগ্ম-সম্পাদক জহর লাল দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ