আমরা নিশ্চয়ই আমাদের জন্য আছি

প্রকাশিত: ৩:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২১

আমরা নিশ্চয়ই আমাদের জন্য আছি

গোলাম ফরিদা ছন্দা || ঢাকা, ০৩ মার্চ ২০২১ : অপেক্ষার প্রহর কাটতেই চাইছে না। রাতে অর্ডার করেছি দুপুরে পৌঁছে যাওয়ার কথা। কিন্তু মন কি মানে?😒

কি? কি বুঝলেন? ভাবছেন কিসের এতো অপেক্ষা? হাহাহাহাহাহা! ছবি দেখে নিশ্চয়ই এতোক্ষনে আঁচ করতে পেরেছেন ? 😀😀
হুম  রসগোল্লা , মালাইচপ 😋😋 নাম শুনলেই তো জিভে জল চলে আসে। আমি যদিও খুব একটা মিষ্টি খাই না, কিন্তু বিশ্বাস করেন এই মিষ্টি গুলোর ছবি দেখে দেখে আমি পুরো আউলা হয়ে গেলাম🤯🤯
নিশ্চয়ই আপনারা অধৈর্য হয়ে উঠেছেন? কোত্থেকে নিলাম? আমি কিন্তু আমার প্রয়োজনীয় জিনিস গুলো বেশিরভাগই We থেকেই নেওয়ার চেষ্টা করি। এবারও অন্যথা হয়নি। তার নাম রুনা জামান ।
Runa Zaman আপু খুব সুন্দরভাবে তার তৈরী প্রতিটি জিনিসের ছবি খুব যত্নের সাথে পোস্ট করেন। রসেরহাঁড়ি -রান্নাঘর তার পেইজে র নাম। আমি দেখেই শুধু মুগ্ধ তা নয়! আমি যতটুকু অর্ডার করেছিলাম তিনি তার তিনগুণ পাঠিয়ে বললেন আমার মেয়েদের জন্য গিফ্ট করেছেন, আমি হা হয়ে গেলাম। কি হলো এটা?
আর যখন বিকেলে হাতে পেয়ে মুখে পুরলাম তখন তো কয়েক সেকেন্ড চোখ খুলতেই পারলাম না। অসাধারণ!
সত্যি বলছি এতো মজা আর ফ্রেশ যেটা না খেলে বোঝা যাবে না।
রুনা আপু এই কোয়ালিটি টা ধরে রাখুন, আর এই ভালোবাসা টাও। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞ এতো ভালোবাসা পাওয়ার জন্য। অনেক অনেক শুভ কামনা আর ভালোবাসা রইলো আপনার জন্য। এগিয়ে যান উর্ধমূখে।একটা কথা আমি বিশ্বাস করি We are We. আমরা নিশ্চয়ই আমাদের জন্য আছি।🤩🤩😍😍❤❤
আমি গোলাম ফরিদা ছন্দা Golam Farida Chhonda.
স্বত্বাধিকারী
🌺রূপসী নন্দিনী
শাড়িতে নারী 🌺

এ সংক্রান্ত আরও সংবাদ