লিমিটেড কোম্পানি গঠনে তিনটি সার্টিফিকেট

প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২১

লিমিটেড কোম্পানি গঠনে তিনটি সার্টিফিকেট

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক || ঢাকা, ০৫ মার্চ ২০২১ : লিমিটেড কোম্পানি গঠন প্রক্রিয়ায় তিনটি সার্টিফিকেট অবশ্যই সংগ্রহ করতে হবে,

১. আরজেএসসি থেকে “সার্টিফিকেট অফ ইন কর্পোরেশন” গ্রহন।
২. স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন) থেকে ট্রেড লাইসেন্স গ্রহন।
৩. এনবিআর থেকে ভ্যাট নিবন্ধনের জন্য বিন (বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার) রেজিস্ট্রেশন।

একসময় কোম্পানি গঠন এর জটিলতায় “Ease of Doing Business” এ বাংলাদেশের অবস্থান ছিল একদম তলানিতে।

তবে এখন খুব অনলাইনে কোম্পানি রেজিস্ট্রেশন করা যায় মাত্র তিন ধাপে। সাথে দশ লাখ টাকা পর্যন্ত অথরাইজ ক্যাপিটাল হলে রেজিস্ট্রেশন ফি একদম ফ্রি বা শূন্য। স্ট্যাম্প ফি, ফাইলিং ফি এবং সার্টিফিকেট ফি দেখে নিতে পারেন RJSC ওয়েবসাইট থেকে।

তো রেজিঃ করতে হবে ৩ টি ধাপে।
১. নামের ছাড়পত্র: এটি অনেকটাই ডোমেইনের মত, একই নামে কখনো একাধিক কোম্পানি হবে না, ফলে আপনি নিজের ব্র্যান্ড নামের নিরাপত্তা পাবেন।

২. ডকুমেন্টেশন ও সাবমিশন: আপনাকে কোম্পানি নিবন্ধনের জন্যে RJSC ফরমেটে MoA এবং AoA তৈরি করতে হবে, যেখানে শেয়ারের পরিমাণ, অথরাইজ ক্যাপিটাল, পেইড আপ সহ সব বিষয় উল্লেখ থাকবে। এক্ষেত্রে আপনি নিজে বা কোন লইয়ার বা BreakBite EBusiness লিগ্যাল টিমের সহায়তা নিতে পারেন।

এর পর নির্ধারিত সকল ফি জমা দিয়ে RJSC তে আপনার ফাইল সাবমিট করবেন।

Manual2 Ad Code

৩. সার্টিফিকেট: সব ঠিকঠাক থাকলে ১-৪০ দিনের মধ্যে রেজিস্টার আপনাকে ডিজিটাল সার্টিফিকেট পাঠিয়ে দিবে।

Manual5 Ad Code

ব্যাস, হয়ে গেল আপনার “xyz limited” কোম্পানি।

এবারে আসুন ট্রেড লাইসেন্স এ,

Manual3 Ad Code

১. ট্রেড লাইসেন্স করতে হলে প্রথমে কোম্পানির ডকুমেন্টেশন গুলো তৈরি করতে হবে,
২. তারপর যেকোন একটি কমার্শিয়াল এড্রেসে দোকান নিয়ে তার ভাড়াটিয়া চুক্তিপত্র টি তৈরি করতে হবে
৩. তারপর আপনার জাতীয় পরিচয় পত্র এবং তিন কপি ছবি নিয়ে আপনার আঞ্চলিক সিটি কর্পোরেশন অফিস এ সব কিছু জমা দিতে হবে।

Manual7 Ad Code

সবকিছু ঠিকঠাক থাকলে ৩ থেকে ১০ দিনের ভিতরে আপনার ট্রেড লাইসেন্স টি হাতে পেয়ে যাবে

এবারে আসি ভ্যাট রেজিস্ট্রেশন অথবা বিন সার্টিফিকেট এ,

১. ট্রেড লাইসেন্স টি করার পর কোম্পানির নামে আপনি একটি টিন সার্টিফিকেট করবেন এবং যাবতীয় কাগজপত্র নিয়ে ব্যাংক একাউন্ট করে ফেলবেন

২. এরপর ব্যাংক থেকে ব্যাংক স্টেটমেন্ট অথবা সলভেন্সি নিয়ে, অন্যান্য সকল কোম্পানির কাগজপত্র নিয়ে যেমন,
কোম্পানির কাগজপত্র
ট্রেড লাইসেন্স
ভাড়াটিয়া চুক্তিপত্র এবং
ব্যাংক সলভেন্সি সহ ভ্যাট অনলাইনে আবেদন করে দিন।
এটিও ৩ থেকে ১০ দিনের ভিতরে আপনি হাতে পেয়ে যাবেন।

হয়ে গেল আপনার কোম্পানির প্রাথমিক সকল কাগজপত্র।

তারপরও যে কোনো ঝামেলা এড়াতে BreakBite EBusiness আছেই তো আপনার পাশে।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code