মণিপুরী শাড়ি তৈরির কারিগর সম্পর্কে কতটুকুই বা জানি

প্রকাশিত: ৮:২৪ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২১

মণিপুরী শাড়ি তৈরির কারিগর সম্পর্কে কতটুকুই বা জানি

ফারহানা শাওন || ঢাকা, ০৭ মার্চ ২০২১ : মণিপুরী শাড়ি সম্পর্কে আমরা মোটামুটি জানি।কিন্তু যারা এ শাড়ি তৈরির কারিগর তাদের সম্পর্কে কতটুকুই বা জানি।

মণিপুরী সম্প্রদায় বাংলাদেশের অন্যতম আদিবাসী সম্প্রদায়। মণিপুরীদের আদি অবস্থান ছিল এখনকার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে। মণিপুরীদের মেইতেই নামেও অভিহিত করা হয়। সিলপটের এই মেইতেিরাই একসময় মণিপুরী হয়ে উঠে আর তাদের বসবাসরত জায়গার নাম দেওয়া হয় মণিপুর।

বাংলাদেশে মণিপুরীদের বসতি স্থাপনের ইতিহাস প্রায় ৩০০ বছরের। সিলেট বিভাগের অন্তর্গত হবিগঞ্জ জেলা ছিল তরপ রাজ্য। আর এ তরফ রাজ্যের সাথে মণিপুরীদের একটা যোগসূত্র স্থাপিত হয়েছিল। তরফ রাজ্যে স্থায়ীভাবে বসবাসের পর তাদের মেয়েদেরকে মুসলিমদের সাথে বিয়ে দেয়। তাদের ঔরসজাত বংশধররাই পরবর্তীতে মুসলিম মণিপুরী নামে পরিচিতি লাভ করে।১৮১৯-১৮২৫ খ্রিস্টাব্দের সময়কালে মূলতঃ মনিপুরীদের ব্যাপক অভিবাসন ঘটে বাংলাদেশে।

এ সংক্রান্ত আরও সংবাদ