সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১২ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২১
টুম্পা চ্যাটার্জী || ঢাকা, ১২ মার্চ ২০২১ : আমি টুম্পা চ্যাটার্জী, ডিজাস্টার ম্যানেজমেন্ট বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ২য় বর্ষে পড়ছি। আমার বাবা শিবদাস চ্যাটার্জী।
২০১৯ সালের জুলাই মাসে বাবার ফুসফুসে ক্যান্সার ধরা পরে। যা হাড়সহ শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পরে। চিকিৎসা বাবদ প্রায় ৮ থেকে ৯ লাখ টাকা খরচ হয়। আমাদের আত্মীয় স্বজনদের সাহায্যে আমরা বাবার চিকিৎসা করাতে থাকি। যার কারণে আমার পরিবারের অনেক টাকা ঋণ হয়।
তারপর ২০২০ সালে করোনার সময় থেকে আমার বড় বোনের বিশ্ববিদ্যালয়ের (রাজশাহী বিশ্ববিদ্যালয়)সিনিয়র, জুনিয়র, শিক্ষকদের সহ অন্যান্য জায়গার সাহায্যে বাবার (প্রায় ৪ লাখ টাকা) ক্যামো দিতে সক্ষম হই। যদিও ডাক্তার বলেছিলেন বাবা আর ৮/৯ মাস বাঁচবেন তবুও সৃষ্টিকর্তার কৃপায় তখন বাবা আগের থেকে অনেক সুস্থ হয়ে উঠেন আর উনার ক্যান্সারের বিস্তার অনেক কমে আসে। শুধু দুই জায়গায় ছিল সংক্রমন। তারপর ডাক্তার রেডিও থেরাপি দিতে বলে। টারগেটেড এরিয়াতে শুধুমাত্র রেডিও থেরাপি দিতে প্রায় ২.৫০ লাখ টাকা খরচ হয়। আরও আনুসঙ্গিক অনেক টাকা খরচ হয় কিন্তু রেডিও থেরাপি কাজ না করায় ক্যান্সার আবারও বেড়ে যায়।
এখনও পর্যন্ত বাবার চিকিৎসা বাবদ ১৬-১৭ লাখ টাকা খরচ হয়। যা আমাদের মত নিম্নমধ্যবিত্ত পরিবারের সাধ্যের বাইরে। কিন্তু এখন বাবার অবস্থা আবারও খারাপ হয়ে যাওয়ায় বাবাকে ইন্ডিয়া নিয়ে যাওয়া হয় আরো ২ লাখ টাকা ঋণ করে। ইন্ডিয়াতে বাবার চিকিৎসা চলছে। সেখানে তাকে ইমিউন থেরাপি দেয়া হচ্ছে। যার প্রতি ডোজ ৭৫,০০০ রুপি আর এভাবে ৬ সাইকেল ডোজ দেয়া হবে এবং আনুঙ্গিক ওষধ সহ প্রায় ৬-৭ লাখ টাকা প্রয়োজন। এর পর বাবা একটু স্টেবল হলে আবারও কেমোথেরাপি দেয়া লাগবে যাতে ক্যান্সার এর বিস্তার কমানো যায়। কিন্তু টাকার স্বল্পতার কারনে ট্রিটমেন্ট এখন বন্ধ হওয়ার পর্যায়ে। ৩য় ডোজটি দেয়ার টাকা ও আমাদের এখন নেই । কেমোথেরাপি আর ইমিউন থেরাপি মিলিয়ে এখনও প্রায় ১০-১২ লাখ টাকা প্রয়োজন যা জোগাড় করা এখন আমার পরিবারের পক্ষে অসম্ভব।
তাই আমি সকলের কাছে সাহায্যের আবেদন করছি।
টুম্পা চ্যাটার্জী,
ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলটি স্টাডিজ, ২য় বর্ষ;
ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিকাশঃ 01521333852
রকেটঃ 01521573411
নগদঃ 01521333852
ব্যাংক একাউন্টঃ 0200003832004 ;
টুম্পা চ্যাটার্জী,অগ্রণী ব্যাংক লিমিটেড,শাখা: গাজীপুর।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D