প্রান্তিক কথা : সমকালীন বাংলা কবিতার স্রোতে অংশীদারিত্বের নতুন সংযোজন

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২১

প্রান্তিক কথা : সমকালীন বাংলা কবিতার স্রোতে অংশীদারিত্বের নতুন সংযোজন

Manual4 Ad Code

সাহিত্য বিষয়ক প্রতিবেদন || ঢাকা, ২৯ মার্চ ২০২১: কেন্দ্রসৃষ্ট প্রান্তিকতা প্রতিনিয়ত দূরে ঠেলে দিচ্ছে বাংলার অপরাপর ভাষাগুলোকে। সেই প্রান্তিকতার খাদ বা খাদের কিনারা থেকে সমকালীন সাহিত্যে তথা বাংলা কবিতায় তাদের উপস্থিতি চিহ্নায়নের তাগিদ থেকেই এই সংকলনের অভিপ্রায়।

Manual6 Ad Code

মারমা, চাকমা, গারো ও মণিপুরি ভাষিক সম্প্রদায়ের চার তরুণ তাদের চিন্তা, ভাবনা, চেতনা, আশা, আকাঙ্ক্ষা, প্রেম সবকিছু লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন। উপরন্তু নিবিড় পাঠে পারস্পরিক ভাবের আদান-প্রদান, জাতীয় সংহতি, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়ও উঠে আসে কবিতাগুলোয়।

তাই, সংকলনভুক্ত কবিতাগুলো সমকালীন বাংলা কবিতার স্রোতে অংশীদারিত্বের একটি নতুন সংযোজন হবে বলে বিশ্বাস রাখি।

Manual4 Ad Code

বইটি পাওয়া যাচ্ছে এখন তিউড়ি প্রকাশনের স্টলে। স্টল নং ৫২, সোহরাওয়ার্দী উদ্যান। অনলাইনে রকমারি থেকে অর্ডার করতে পারেন —

Manual5 Ad Code

https://www.rokomari.com/book/211695/prantik-swor

#প্রান্তিক_কবিতা #গারো_কবিতা #আদিবাসী_কবিতা #মণিপুরি_কবিতা #প্রান্তিক_স্বর #মারমা_কবিতা #চাকমা_কবিতা #বইমেলা #মাইবম_সাধন #লেবিসন_স্কু #অং_মারমা #নিও_হ্যাপি_চাকমা

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code