আগামী ২২ মে শুরু হচ্ছে ১১তম  মাস্টারক্লাস

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, মে ১১, ২০২১

আগামী ২২ মে শুরু হচ্ছে ১১তম  মাস্টারক্লাস

ফারজানা আক্তার হাসি || সিরাজগঞ্জ, ১১ মে ২০২১: মাস্টারক্লাস, ওয়ার্কশপ এখন হাতের মুঠোয় 😃।

আগামী ২২ মে সকাল ১০ টায় শুরু হবে ১১তম  মাস্টারক্লাস।
উই সফটওয়্যারে যুক্ত হবার পর থেকে মাস্টারক্লাস বা ওয়ার্কশপ  রেজিষ্ট্রেশন খুব সহজ হয়ে উঠেছে বারবার বিস্তারিত লিখতে হয়না😊
টাকা পেমেন্ট করে সাবমিট করলেই হয়ে যায় রেজিষ্ট্রেশন।
কত্ত সহজ তাইনা🥰
আগের মতো ঝামেলা নাই😇
উই আমাদের জন্য কত রকম সুযোগ এনে দিচ্ছে। সামনে আরও অনেক কিছু পাবো উইয়ের হাত ধরে ইনশাল্লাহ😊
নিচে উই সফটওয়্যারের লিংক দিয়ে দিলাম।যারা করেননি এখনি রেজিষ্ট্রেশন করে ফেলুন😇
http://www.weforumbd.org

আমি
ফারজানা আক্তার হাসি
উই জেলা সহ- প্রতিনিধি সিরাজগঞ্জ

কাজ করছি ডালের বড়ি ও শাড়ি নিয়ে
ওনার অফ দেশাল