আগামী ২২ মে শুরু হচ্ছে ১১তম  মাস্টারক্লাস

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, মে ১১, ২০২১

আগামী ২২ মে শুরু হচ্ছে ১১তম  মাস্টারক্লাস

Manual6 Ad Code

ফারজানা আক্তার হাসি || সিরাজগঞ্জ, ১১ মে ২০২১: মাস্টারক্লাস, ওয়ার্কশপ এখন হাতের মুঠোয় ?।

Manual7 Ad Code

আগামী ২২ মে সকাল ১০ টায় শুরু হবে ১১তম  মাস্টারক্লাস।
উই সফটওয়্যারে যুক্ত হবার পর থেকে মাস্টারক্লাস বা ওয়ার্কশপ  রেজিষ্ট্রেশন খুব সহজ হয়ে উঠেছে বারবার বিস্তারিত লিখতে হয়না?
টাকা পেমেন্ট করে সাবমিট করলেই হয়ে যায় রেজিষ্ট্রেশন।
কত্ত সহজ তাইনা?
আগের মতো ঝামেলা নাই?
উই আমাদের জন্য কত রকম সুযোগ এনে দিচ্ছে। সামনে আরও অনেক কিছু পাবো উইয়ের হাত ধরে ইনশাল্লাহ?
নিচে উই সফটওয়্যারের লিংক দিয়ে দিলাম।যারা করেননি এখনি রেজিষ্ট্রেশন করে ফেলুন?
http://www.weforumbd.org

Manual1 Ad Code

আমি
ফারজানা আক্তার হাসি
উই জেলা সহ- প্রতিনিধি সিরাজগঞ্জ

কাজ করছি ডালের বড়ি ও শাড়ি নিয়ে
ওনার অফ দেশাল

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code