শ্রীমঙ্গল উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান রণধীর কুমার দেব আর নেই

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, মে ২১, ২০২১

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান রণধীর কুমার দেব আর নেই

Manual4 Ad Code

সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল, ২১ মে ২০২১ : শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের টানা তিনবার নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান শ্রী রণধীর কুমার দেব ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক দুপুর ১.৪০টায় পরলোক গমন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁরই সুযোগ্য পুত্র রাজু দেব রিটন।

Manual8 Ad Code

তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

Manual2 Ad Code

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রী রণধীর কুমার দেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি জ্ঞাপন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ডঃ মোঃ আব্দুস শহীদ এমপি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান। এছাড়াও শোক প্রকাশ করেছেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ও সিলেট বিভাগীয় অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডাঃ হরিপদ রায়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক তাপস কুমার ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দীন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল আহমদ, বাংলাদেশ যুবমৈত্রীর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জামাল মুশরাফিয়া ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অজিত বোনার্জি, বাংলাদেশ নারী মুক্তি সংসদের সৈয়দা তাহমিনা বেগম, বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের ফরিদ মিয়া, জাতীয় কৃষক সমিতির নিয়াজ আলী, কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের আব্দুল মালেক, জাতীয় শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ, শ্রীমঙ্গল সরকারি কলেজের সহকারী অধ্যাপক সুদর্শন শীল, বাংলাদেশ তরীকত ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও আহলে সুন্নত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহজাদা সৈয়দ রায়হান শাহ রহমানপুরী, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল ও সাধারণ সম্পাদক সহীদ হোসেন ইকবাল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, বৈদ্যুতিক সরঞ্জামাদি বিক্রয়ের পাইকারি ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘লাইট হাউস’-এর সুধীর চাষা, তিউড়ি প্রকাশনের স্বত্বাধিকারী কবি মাইবম সাধন, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা দাশসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা।

Manual8 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ