প্রধানমন্ত্রীর অনুদান পেলেন মৌলভীবাজারের ৪৯ গণমাধ্যমকর্মী

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২১

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন মৌলভীবাজারের ৪৯ গণমাধ্যমকর্মী

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার, ১৬ সেপ্টেম্বর ২০২১ : করোনা মহামারী মোকাবিলা জনিত কারণে ক্ষতিগ্রস্ত মৌলভীবাজার জেলায় কর্মরত ৪৯ জন গণমাধ্যমকর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

Manual1 Ad Code

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এসব চেক প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর ২০২১) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করা হয়।

Manual7 Ad Code

এসময় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পৌর মেয়র ফজলুর রহমানসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ৪৯ জন নির্বাচিত সংবাদকর্মীদের মাঝে ১০ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।

Manual2 Ad Code

চেক বিতরনকালে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সরকার। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত গণমাধ্যমকর্মীদের পাশে দাঁড়িয়েছেন।

এছাড়াও অন্য পেশার পাশাপাশি গণমাধ্যম ও সাংবাদিকদের কল্যাণে কাজ করছেন প্রধানমন্ত্রী। গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক কোনো ভূল তথ্য বা গুজবের কারণে যাতে কোন ব্যাক্তি বা গোষ্ঠী ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন।

অনুষ্ঠানে অারও বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, ইমজা’র সভাপতি এড. রাধাপদ দেব সজল, সাংবাদিক বকসী ইকবাল আহমদ ও সরওয়ার আহমদ।

সাংবাদিক নেতৃবৃন্দ করোনায় ক্ষতিগ্রস্ত গণমাধ্যমকর্মীদের সহায়তা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code