সিলেট ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২১
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৯ অক্টোবর ২০২১: দেশের বিভিন্ন স্থানে সহিংসতার পেছনে থাকা কুশীলবদের খুঁজে বের করার দাবি জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
মঙ্গলবার (১৯ অক্টোবর ২০২১) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষৎ করে ১৪ দলীয় জোটের প্রতিনিধিরা এ দাবি জানান।
বৈঠক শেষে জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি সাংবাদিকদের এ তথ্য জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
রাশেদ খান মেনন বলেন, ‘আমরা বলেছি, এ ঘটনা পূর্বপরিকল্পিত। ৫০ বছরে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মন্দির ভাঙার ঘটনা ঘটেছে। কিন্তু দুর্গাপূজাকে কেন্দ্র করে এমন ঘটনা দেখিনি।’
তিনি বলেন, ‘আমরা বলেছি, এর পেছনে যেসব কুশীলব কাজ করেছে তাদের খুঁজে বের করতে হবে। মাননীয় মন্ত্রী বলেছেন, তারা শিগগিরই খুঁজে বের করে জনসম্মুখে হাজির করবেন। তিনি বলেছেন, এটা পূর্বপরিকল্পিত।’
‘দ্বিতীয়ত আমরা বলেছি, প্রশাসনিক বা গোয়েন্দাদের যদি কোনো ব্যর্থতা থাকে, সেটাও আমাদের দেখা দরকার। কোথাও যদি কোনো শৈথিল্য থাকে, কারণ প্রধানমন্ত্রী বলেছিলেন, কাউকে ছাড় দেওয়া হবে না। যারা করেছেন তাদের সামনে আনা।’
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আরও বলেন, ‘রামু থেকে শুরু করে এখন পর্যন্ত ঘটনার মামলাগুলোর কোনোটার চার্জশিট হয়েছে দুই বছর পর, ফলে সাক্ষী পাওয়া যায় না। কোনোটার এখনও চার্জশিটই হয়নি। বিচার না হওয়ার ফলে এরা সাহস পেয়ে গেছে। এই বিষয়টি আমরা বলেছি।’
রাশেদ খান মেনন বলেন, ‘আরেকটি কথা বলেছি- যেসব স্থানে পূজামণ্ডপ ধ্বংস হয়েছে, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এর জন্য পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। মন্ত্রী জানিয়েছেন, ইতোমধ্যে পীরগঞ্জে বাড়িঘর করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমরা বলেছি, দেশের অন্যান্য স্থানে যেসব ভাঙচুর হয়েছে, সেখানেও ক্ষতিপূরণ দিতে হবে।’
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি