“দুর্নীতির বিরুদ্ধে একসাথে, আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন” প্রতিপাদ্যে শ্রীমঙ্গলে মানববন্ধন ও আলোচনাসভা

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২১

“দুর্নীতির বিরুদ্ধে একসাথে, আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন” প্রতিপাদ্যে শ্রীমঙ্গলে মানববন্ধন ও আলোচনাসভা

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল, ০৯ ডিসেম্বর ২০২১ : আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২১ উদযাপন উপলক্ষে ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে, আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন ’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)-এর যৌথ উদ্যোগে শ্রীমঙ্গলে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ

মানবনন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবস উদ্যাপনের অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর ২০২১) সকাল ১০টায় টায় উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, সনাক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য ও দুপ্রক সভাপতি সৈয়দ নেসার আহমদের নেতৃত্বে উপজেলা পরিষদের প্রাঙ্গণে দুদকে’র পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু এবং জাতীয় সংগীত পরিবেশন শেষে মানববন্ধন করা হয়।

মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি) নেসার উদ্দিনের সভাপতিত্বে এবং টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরী’র সঞ্চালনায় আলোচনা সভায় দিবসটির পরিচিতি এবং তাৎপর্য ব্যাখ্যা করে স্বাগত বক্তব্য দেন দুপ্রক সভাপতি সৈয়দ নেসার আহমদ।

দুর্নীতিবিরোধী কার্যক্রমে সনাক, টিআইবির ভূমিকা এবং আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সনাক টিআইবি’র সুপারিশ উপস্থাপন করেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সনাকের সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

সভায় অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা দাস, স্বজন আহবায়ক ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, দুপ্রকের সহসভাপতি জয়শ্রী চৌধুরী, সাংবাদিক এস কে দাস সুমন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সম্পদ সিংহ, উপজেলা সহকারী ডেন্টাল সার্জন ডা. মো: জোবায়ের খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, আদিবাসী নেতা জিডিশন প্রধান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক দিল আফরোজ বেগম, মাধ্যমিক শিক্ষক সমিতির সহসভাপতি নূরুল হক, শাহ আরিফ আলী নাসিম; ছাত্রদের মধ্যে বিশাল রায় প্রান্ত, শ্রেষ্ঠ শর্মা, নয়ন পাল, অরিজিত চৌধুরী, বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য, নির্ঝর দেব, অনুজ সবর, সুজন বুনার্জী, রুহিত, প্রফুল্ল রায় চৌধুরী, ইয়েস লিডার টি এইচ শীতল সিংহ, ইয়ারুন নেসা, শারমিন আক্তার, সোহাগ আহমদ, ইব্রাহিম আমজাদ, সুনিয়া আক্তার, মজিফা আক্তার সীমা, শেলি বেগম, সুবর্ণা দেব, জুই দেব, ঝুমা আক্তার, আব্দুর রহিম, ইমন গোস্বামী, শরিফুল ইসলাম, বিজয় চন্দ্র দাস, মহসিন আহমদ শিমুল, প্রিয়সী সুর, সারা সরেন, তমা দেবসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
উপস্থিত ছিলেন সনাক সদস্যবৃন্দ, দুপ্রক সদস্যবৃন্দ, স্বজন সদস্যবৃন্দ, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শ্রীমঙ্গলের সরকারি ও বেসরকারি কলেজের ছাত্রছাত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ শ্রীমঙ্গল উপজেলার সকল সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২১ উপলক্ষে দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে টিআইবি সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য নিম্নলিখিত সুপারিশসমূহ তুলে ধরে:
১. সকল স্তরে স্বচ্ছ, কার্যকর ও দায়বদ্ধ প্রতিষ্ঠানের বিকাশ, ন্যায়বিচার, মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক টেকসই অভীষ্ট অর্জনে সকল অভীষ্টের কার্যকর বাস্তবায়নের পূর্বশর্ত হিসেবে অভীষ্ট-১৬ এর ওপর সর্বাধিক প্রাধান্য নিশ্চিত করতে হবে এবং এ লক্ষে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে;
২. দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ঘোষিত ‘‘কাউকে ছাড় দেওয়া হবে না” এই অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে;
৩. দুর্নীতির বিরুদ্ধে সাধারণ জনগণ, গণমাধ্যম ও বেসরকারি সংগঠনসমূহ যাতে সোচ্চার ভূমিকা পালন করতে পারে, তার উপযুক্ত পরিবেশ নিশ্চিতে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে;
৪. প্রতিরক্ষা খাতে দুর্নীতির ঝুঁকি কমিয়ে আনতে স্বচ্ছতায় অগ্রাধিকার, দুর্নীতিবিরোধী কৌশল অবলম্বন, প্রশিক্ষণ, নজরদারি ও কার্যকর জবাবদিহির মতো প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে;
৫. সকল নাগরিকের বাক স্বাধীনতা নিশ্চিত করতে ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ এর নিবতর্নমূলক ধারাসমূহ বাতিল করতে হবে;
৬. সেবাখাতে স্বচ্ছতা প্রতিষ্ঠায় ও সেবা প্রদান প্রক্রিয়া সহজ করতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং উপাত্তভিত্তিক মনিটরিং জোরদার নিশ্চিত করতে হবে;
৭. সরকারি খাতে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ করতে ‘সরকারি চাকরি আইন ২০১৮’ এর বিতকির্ত ধারাসমূহ বাতিল করতে হবে। এছাড়া, শিক্ষাখাত ও বিভিন্ন চাকুরির নিয়োগ প্রক্রিয়ায় জালিয়াতি ও দুর্নীতি রোধে কার্যকর উদ্যোগের পাশাপাশি পূর্বে সংঘটিত বিভিন্ন দুর্নীতির বিচার নিশ্চিত করতে হবে;
৮. ২০২২-২৩ অর্থবছরের বাজেটে কালো টাকা বৈধ করার দুর্নীতিসহায়ক, বৈষম্যমূলক ও অসাংবিধানিক সুযোগ না দিয়ে দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষকতার সুযোগ বন্ধ করতে হবে;
৯. বিচার ব্যবস্থা, প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা’য় পেশাদারি উৎকর্ষ ও কার্যকরতা বৃদ্ধির লক্ষে একটি সমন্বিত ও পরিপূরক কৌশল গ্রহণ করতে হবে; এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর প্রধান ও সদস্যদের নিয়োগে যোগ্যতার মাপকাঠি নির্ধারণ এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ নিশ্চিত করতে হবে;
১০. তথ্য অধিকার আইন, ২০০৯- এর কার্যকর প্রয়োগের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে, বিশেষ করে তথ্যের আবেদনকারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে; এবং
১১. দুর্নীতি প্রতিরোধে দুদককে শক্তিশালী করতে রাজনৈতিক সদিচ্ছার কার্যকর প্রয়োগ নিশ্চিত করে প্রতিষ্ঠানটির ওপর সকল প্রকার প্রত্যক্ষ ও পরোক্ষ সরকারি এবং রাজনৈতিক প্রভাব বন্ধ করতে হবে। অন্যদিকে দুদকের নেতৃত্ব পর্যায়ে অকুতোভয় সৎসাহস, দৃঢ়তা ও নিরপেক্ষতার মাধ্যমে এর ওপর অর্পিত আইনি ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনে দৃষ্টান্তমূলক কার্যকারিতা নিশ্চিত করতে হবে।

দুর্নীতি বিরোধী মানববন্ধন

বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

দুর্নীতি বিরোধী আলোচনাসভা

এ সংক্রান্ত আরও সংবাদ