জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবরিনার স্মরণে সহপাঠীদের মোমবাতি প্রজ্জ্বলন

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবরিনার স্মরণে সহপাঠীদের মোমবাতি প্রজ্জ্বলন

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ২০ ডিসেম্বর ২০২১ : সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সাবরিনা আক্তার মিতুর প্রয়ানে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তার সহপাঠীরা এ মোমবাতি প্রজ্জ্বলের আয়োজন করেন৷

সোমবার (২০ ডিসেম্বর ২০২১) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যা ৭:৪০ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন ও নিরবতা পালন করে সাবরিনা আক্তার মিতুকে স্মরণ করা হয়৷

Manual3 Ad Code

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউট এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

মোমবাতি প্রজ্জ্বলনের সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের সহপাঠীর এমন অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাহত। তার স্মরণে আজ আমরা মোমবাতি প্রজ্জ্বলন ও নিরবতা পালন করেছি। তার মৃত্যুর বিষয়টি প্রশাসনকে ভালোভাবে তদন্ত করে দেখার অনুরোধ জানাচ্ছি। যেহেতু সে পরিবারের বড় সন্তান ছিলো তার পরিবারের জন্য আমরা ক্ষতিপূরনের দাবি জানাচ্ছি।

আরেক শিক্ষার্থী বলেন, মিতুকে মনে রাখার জন্যই আমাদের এই আয়োজন করা হয়েছে। আমরা আমাদের সহপাঠীকে স্মরণে রাখতে চাই৷ তার হত্যার পেছনে যে বা যারা দায়ী তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি। এবং তার এই হত্যার বিচারের মাধ্যমে যেন সড়ক দুর্ঘটনা রোধ হয় সে ব্যাপারেও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।

Manual4 Ad Code

উল্লেখ্য যে, গত ১৮ই ডিসেম্বর নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পৌর এলাকার অন্তর্গত রামপুরে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় নিহত হন সাবরিনা আক্তার মিতু। গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরছিল সে।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ