তবে কিছু কিছু অভিমান তো থাকেই

প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২২

তবে কিছু কিছু অভিমান তো থাকেই

Manual5 Ad Code

ফারদীন জ্যোতি | ঢাকা, ০১ মার্চ ২০২২ : আমি যাকে একদিনের জন‍্যও ভালোবেসেছি তার কোনো অপরাধ আমার কাছে নেই। তার প্রতি আমার কোনো অভিযোগও নেই। ভালোবাসা, একটা সংসার করার স্বপ্ন, ভালো কিছু মূহুর্ত কাটানো ইত্যাদি ইত্যাদি সব কিছুই দুইজন মানুষের স্বেচ্ছা সম্মতিতেই হয়েছে।

Manual5 Ad Code

বিচ্ছেদের মানে কিন্তু এই না যে “তুই কুত্তার বাচ্চা” বলে গালি দিতে হবে। বিচ্ছেদের মানে কিন্তু এই না যে আমি ভালো নাই। এই জন‍্য তোকেও ভালো থাকতে দিব না। বিচ্ছেদের মানে কিন্তু এই না যে জ্বর হলে খোঁজ নিব না, বিয়ে হয়ে গেলে শুভকামনা জানাবো না, বিচ্ছেদের মানে এইটাও না যে প্রার্থনাতে সে আর থাকবে না ….. ।

Manual4 Ad Code

তবে কিছু কিছু অভিমান তো থাকেই। সবটা মিলে গেলে তো আজ আর একা থাকতে হতো না, তাই না? সবচেয়ে বেশি যেটা থাকে তা হলো আত্মসম্মানবোধ। নিজের প্রতি ভালোবাসা না থাকলে অন‍্য মানুষকে ভালোবাসা সম্ভব না। যেখানে সম্পূর্ণভাবে ভালোবাসার উপস্থিতি থাকলেও সম্মান বিষয়টা নগণ্য হয়ে যায়, সেখানে না থাকাই সব থেকে ভালো সমাধান মনে করি আমি। ভালোবাসতে হলে একসঙ্গে থাকার প্রয়োজন নেই বরং কিছু ভালোর জন‍্য দূরত্ব বাড়িয়ে দিয়েও ভালোবাসা যায়।

রাগের মাথায়ও কখনো ভালোবাসার মানুষের খারাপ করতে নেই, যদি আপনাকে দ্বারা আপনার ভালোবাসার মানুষের কোনো ক্ষতি হয় তাহলে বুঝে নিবেন আপনি কখনো তাকে ভালোবাসতেই পারেন নি। এমনকি তাকে সম্মান করাটাও আপনাকে দিয়ে সম্ভব হয়নি। তবে তার থেকেও বড় বিষয় হলো নিজের সব থেকে বেশি ক্ষতির কারণ আপনি নিজেই হচ্ছেন। যে মানুষটাকে এক মূহুর্তের জন‍্যও ভালোবেসেছেন সে ভালো আছে দেখতে ভালো লাগার কথা, সে আপনার সাথে নেই তবে অন‍্য কারো সাথে ভালো আছে, এইটাই কি সব থেকে আনন্দের সংবাদ না?

“আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে
আমি আজকাল ভালো আছি”
গানটা খুব করে সকাল দিয়ে মাথায় ঘুরছিল,
I don’t know why….!

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code