সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, মে ৭, ২০২২
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৭ মে ২০২২ : কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে অবশেষে ভোজ্য তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো।
ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর বিবৃতিতে বলা হয়, ঈদের পূর্বে বাজার থেকে ভোজ্য তেল উধাও করে এখন ইচ্ছেকৃতভাবে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করা হলো যা, ‘তুঘলকি কারবার’। এটা সরকার কথিত তেল বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের সাথে গোপন সমন্বয়ের নগ্ন বহি:প্রকাশ।
বিবৃতিতে বলা হয়, এমনিতেই দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে মানুষের জীবন ওষ্ঠাগত। তার উপর ভোজ্য তেলের মূল্যবৃদ্ধি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’-এর শামিল। পলিটব্যুরোর বিবৃতি বলা হয় এটা অত্যন্ত দূর্ভাগ্যজনক যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ইঙ্গিত করে মন্ত্রিরা দুনিয়াব্যপী বাজার মূল্য বৃদ্ধির গল্প শোনাচ্ছেন। এটা জনগণকে প্রতারনা করা ছাড়া কিছু নয়। এটা স্পষ্ট যে, বাজার সিন্ডিকেটের উপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই।
বিবৃতিতে ভোজ্য তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে ফিরিয়ে আনার দাবী জানান হয়।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D