সাংবাদিকদের তিন দিনব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, মে ১৪, ২০২২

সাংবাদিকদের তিন দিনব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন

লক্ষ্মীপুর, ১৪ মে ২০২২ : লক্ষ্মীপুর জেলায় আজ প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপি ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’ সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (১৪ মে ২০২২) বিকালে লক্ষ্মীপুর জেলা পরিষদের সম্মেলনকক্ষে ‘প্রশিক্ষণ সমাপন ও সনদপত্র বিতরণ’ অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচি সম্পন্ন হয়।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেল।
গত বুধবার শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচিতে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ