বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের উদ্যোগে শ্রীমঙ্গলে সাংস্কৃতিক অাড্ডা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২২

বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের উদ্যোগে শ্রীমঙ্গলে সাংস্কৃতিক অাড্ডা ও পুরস্কার বিতরণ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ৩০ জুলাই ২০২২ : শ্রীমঙ্গলে বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের মৌলভীবাজার ইউনিট কর্তৃক অায়োজিত সামাজিক-সাংস্কৃতিক অাড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ জুলাই ২০২২) বিকাল ৩টায় উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ অাড্ডায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Manual4 Ad Code


সামাজিক-সাংস্কৃতিক অাড্ডায় অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান; বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের (কর্মসূচি ও মনিটরিং) সহকারী পরিচালক মো: রেজাউল করিম, দ্বারিকাপাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক বিলাস কৃষ্ণ চক্রবর্তী, বিটিঅারঅাই’র সহকারী ম্যানেজার (ফ্যাক্টরি) অাব্দুস সোবহান, বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের মৌলভীবাজার ইউনিটের লাইব্রেরি কর্মকর্তা মো: তাজুল ইসলাম,
উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাকী রানী দাশ, অাইসিটি শিক্ষক অতনু ভট্টাচার্য ও সহকারী শিক্ষক ঝলক দেবনাথ প্রমূখ।

Manual4 Ad Code


উক্ত অনুষ্ঠানে কবিতা অাবৃত্তিতে অংশগ্রহণ করে স্নেহামনি দেবনাথ কেয়া, সোহানা অাক্তার, রিমু রায়, ফারিয়া নিশাত, জানকী দেব প্রাচী, জয়শ্রী দেবনাথ, ফাইজা, অাদিবা, জাসিয়া, পান্থ, অাফরিদা, শহীদুল ও ফাইজা ইসলাম রাইসা। সংগীতে অংশ নেয় বহ্নিশিখা, তপশ্রী, শুভশ্রী, চৈতি, শ্রাবন্তী, শ্রেয়া, জয়তী, রানিশা, সূর্যশেখর, মোবারক সহ অন্যান্যরা।
বিভিন্ন ইভেন্টে বিজয়ী পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন,
কবিতা অাবৃত্তি (ক বিভাগ)
১ম – উসমিতা, ২য় – ফারিয়া নিশাত, ৩য় – পান্থ চক্রবর্তী।
কবিতা অাবৃত্তি (খ বিভাগ)
১ম – ফাইজা, ২য় – মাজিদা, ৩য় – স্নেহামনি।
সংগীত (ক বিভাগ)
১ম – জয়ীতা, ২য় – শ্রাবন্তী।
সংগীত (খ বিভাগ)
১ম – বহ্নিশিখা, ২য় – শুভ্রশ্রী।


বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code