কোভিড ১৯ প্রতিরোধে শ্রীমঙ্গলে এমসিডা’র অ্যাডভোকেসি সভা

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২২

কোভিড ১৯ প্রতিরোধে শ্রীমঙ্গলে এমসিডা’র অ্যাডভোকেসি সভা

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২২ সেপ্টেম্বর ২০২২ : কোভিড-১৯ প্রতিরোধমুলক কার্যক্রমে সম্পৃক্ত করার জন্য জনগণের মধ্যে সচেতনতা ও সংবেদনশীলতা সৃষ্টির লক্ষ্যে শ্রীমঙ্গলে মাল্টিপারপাস সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (এমসিডা)-এর উদ্যোগে অ্যাডভোকেসি সভা অনু্ষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ২০২২) সকাল ১১টায় দি হাঙ্গার প্রজেক্ট, ইউনিসেফ ও এডাবের আর্থিক সহযোগিতায় এমসিডা’র হলরুমে কোভিড-১৯ প্রতিরোধ: ঝুঁকি নিরুপন, যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরন প্রকল্পের অাওতায় এই সভা অনু্ষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু অাহমেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা অধিদপ্তরের কর্মকর্তা শাহেদা অাক্তার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুর রহমান, এডাবের জেলা সমন্বয়কারী মেহেদি হাসান সুজন, কালীঘাট ইউনিয়ন পরিষদের মেম্বার ইদ্রিস অালী, গাউছিয়া শফিকিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা কারী মো: জাহির হোসেন ও গাউছিয়া শফিকিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মো: অা: হাকিম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ অাহমদ, চা শ্রমিক নেতা পরিমল সিং বাড়াইক, দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিমা বেগম, স্বাস্থ্যকর্মী রুমি অাক্তার।
অ্যাডভোকেসি সভায় সম্মানিত অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

Manual3 Ad Code


এমসিডা’র প্রধান নির্বাহী মো. তহিরুল ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ইয়থ লিডার, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কোভিড ১৯ প্রতিরোধ ঝুঁকি বিষয়ক শ্রীমঙ্গলে এমসিডা’র অ্যাডভোকেসি সভা

Manual3 Ad Code

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid034MJULQPopC5MLEvzYgTSaFRP7fCotqq5Rh6s6xM8qo5HhfWKT97MfnSDurkQ3oSfl&id=100063695274220

কোভিড ১৯ প্রতিরোধ ঝুঁকি বিষয়ক শ্রীমঙ্গলে এমসিডা’র অ্যাডভোকেসি সভা

Manual5 Ad Code

 

 

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual5 Ad Code