সিলেট ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২২
নিজস্ব প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৬ অক্টোবর ২০২২ :: শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক চায়ের দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক গোপাল দেব চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী অাজ।
গোপাল দেব চৌধুরী ৭২ বছর বয়সে ঢাকার অ্যাপেলো হাসপাতালে ২০১৭ সালের ০৬ অক্টোবর বেলা সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র সুমন দেব চৌধুরী ও সনেট দেব চৌধুরী, স্ত্রী ইলা দেব চৌধরীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গোপাল দেব চৌধুরী শ্রীমঙ্গল প্রেসক্লাবের দু’বারের নির্বাচিত সভাপতি। এছাড়াও শ্রীমঙ্গল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এবং ২৭ বছর যাবত সভাপতির দায়িত্ব পালন করেন। শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। পরে সাংবাদিকতা পেশায় যুক্ত হন।
এছাড়াও তিনি শ্রীমঙ্গল রোটারি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, রামকৃষ্ণ সেবাশ্রম কার্যকরী কমিটির সভাপতি, শ্রীমঙ্গল ওষুধ ব্যবসায়িক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালের ২৫ জুলাই থেকে সাপ্তাহিক চায়ের দেশ প্রকাশিত হলে, তিনি এর সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করেন।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক চায়ের দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক গোপাল দেব চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D