ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে ওয়ার্কার্স পার্টির প্রার্থী অধ্যাপক কমরেড ইয়াসিন আলী

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৩

ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে ওয়ার্কার্স পার্টির প্রার্থী অধ্যাপক কমরেড ইয়াসিন আলী

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০২ জানুয়ারি ২০২৩ : আসন্ন উপনির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে ওয়ার্কার্স পার্টি সাবেক সংসদ সদস্য অধ্যাপক কমরেড ইয়াসিন আলীকে মনোনয়ন প্রদান করেছে।
আজ সোমবার (২রা জানুয়ারি ২০২৩) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য অধ্যাপক ইয়াসিন আলী ১৪ দলীয় জোট প্রার্থী হিসাবে ২০১৪ সালে ‘হাতুড়ী’ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারও নির্বাচনে ওয়ার্কার্স পার্টি ‘হাতুড়ী’ প্রতীকে নির্বাচন করবে।
ওয়ার্কার্স পার্টির সভায় উপ-নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনটি ওয়ার্কার্স পার্টিকে দেয়ার জন্য সন্তোষ প্রকাশ করা হয় এবং চৌদ্দ দলীয় জোটের শীর্ষ নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়।
সভায় পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি ও নির্বাচন কমিটির সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন এবং কমরেড কামরূল আহসান উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code