সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৩
বিশেষ প্রতিনিধি | সিলেট, ০৫ জানুয়ারি ২০২৩ : সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ওইদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নং হলের ২য় ও ৩য় তলায় অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনকে সামনে রেখে শেষ মূহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে সমিতির নির্বাচন কমিশন।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৭৩৩ জন। ২৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন আইনজীবী প্রার্থী।
আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি ২০২৩) সিলেট জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৪টি পদে ৪৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ করেছেন নির্বাচন কমিশনার। বিকেলে আইনজীবী সমিতির লাইব্রেরি হলে মনোনয়নপত্র যাচাই-বাছাই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার আক্তার উদ্দিন আহমদ এবং সহকারি নির্বাচন কমিশনার মোহাম্মদ সেলিম মিয়া ও মোহাম্মদ আব্দুল মুকিতের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন- সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, এ.কে.এম. শমিউল আলম প্রমুখ। এ সময় বিভিন্ন পদে অংশগ্রহণকারী প্রার্থীগণ ছাড়াও শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D