বাংলাদেশের রাজনীতি: কোথায় দাঁড়িয়ে, গন্তব্য কোথায় শীর্ষক বিশেষ ওয়েবিনার কাল

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৩

বাংলাদেশের রাজনীতি: কোথায় দাঁড়িয়ে, গন্তব্য কোথায় শীর্ষক বিশেষ ওয়েবিনার কাল

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০৬ জানুয়ারি ২০২৩ : আগামীকাল শনিবার (৭ জানুয়ারি ২০২৩) সকাল ১১টায় ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (Forum for Bangladesh Studies – FBS) এর আয়োজনে ‘বাংলাদেশের রাজনীতি: কোথায় দাঁড়িয়ে, গন্তব্য কোথায়?’ শীর্ষক বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হবে।
ওয়েবিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন আলী রীয়াজ, ডিস্টিংগুইশড প্রফেসর, রাজনীতি ও সরকার বিভাগ, ইলিনয় স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র; অনাবাসিক সিনিয়র ফেলো আটলান্টিক কাউন্সিল।

Manual5 Ad Code

আলোচক হিসেবে উপস্থাপন করবেন ড. বদিউল আলম মজুমদার, সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক (সুজন); অধ্যাপক বীনা ডি কস্টা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি ক্যানবেরা, অস্ট্রেলিয়া; এবং কবি সোহরাব হাসান, যুগ্ম–সম্পাদক, প্রথম আলো।

Manual4 Ad Code

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

এছাড়াও ভার্চুয়ালী যুক্ত হবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

ওয়েবিনারটি জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
Meeting ID: 867 2150 4946
Passcode: 252537
লিঙ্ক https://us06web.zoom.us/j/86721504946?pwd=c2U0STVPT1RhYXQ5MkhnbFIyTDlPQT09

ওয়েবিনারটি ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের ফেসবুক পেজ থেকে লাইভ হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code