সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৩
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০৬ জানুয়ারি ২০২৩ : আগামীকাল শনিবার (৭ জানুয়ারি ২০২৩) সকাল ১১টায় ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (Forum for Bangladesh Studies – FBS) এর আয়োজনে ‘বাংলাদেশের রাজনীতি: কোথায় দাঁড়িয়ে, গন্তব্য কোথায়?’ শীর্ষক বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হবে।
ওয়েবিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন আলী রীয়াজ, ডিস্টিংগুইশড প্রফেসর, রাজনীতি ও সরকার বিভাগ, ইলিনয় স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র; অনাবাসিক সিনিয়র ফেলো আটলান্টিক কাউন্সিল।
আলোচক হিসেবে উপস্থাপন করবেন ড. বদিউল আলম মজুমদার, সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক (সুজন); অধ্যাপক বীনা ডি কস্টা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি ক্যানবেরা, অস্ট্রেলিয়া; এবং কবি সোহরাব হাসান, যুগ্ম–সম্পাদক, প্রথম আলো।
এছাড়াও ভার্চুয়ালী যুক্ত হবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।
ওয়েবিনারটি জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
Meeting ID: 867 2150 4946
Passcode: 252537
লিঙ্ক https://us06web.zoom.us/j/86721504946?pwd=c2U0STVPT1RhYXQ5MkhnbFIyTDlPQT09
–
ওয়েবিনারটি ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের ফেসবুক পেজ থেকে লাইভ হবে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D